Result

আইসিএসই- আইএসসি’র ফল প্রকাশ

জাতীয় রাজ্য

আইসিএসই (দশম), আইএসসি (দ্বাদশ)’র ফল প্রকাশিত হল সোমবার সকাল ১১টায়। এবারে দশম ও দ্বাদশ- দুই শ্রেণির পরীক্ষাতেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভাল হয়েছে। আইসিএসই-র (দশম শ্রেণি)’র পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। 
আইএসসি-র (দ্বাদশ শ্রেণি)’র পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ, ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। 
এ বছর রাজ্য থেকে আইসিএসই (দশম) পরীক্ষায় বসেছিলেন ৪২ হাজার ৩৭২ জন পড়ুয়া। পরীক্ষা দিয়েছিল ২ হাজার ৬৯৫টি স্কুলের পড়ুয়ারা। আইএসসি (দ্বাদশ) পরীক্ষা দিয়েছেন ২৭ হাজার ৬২১ জন। ১ হাজার ৩৬৬টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিল। 
এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন। তাদের মধ্যে ছাত্র ১ লক্ষ ৩০ হাজার ৫০৬ জন। ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন । উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন তাদের মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৭৫ জন। ৪৭ হাজার ১৩৬ জন ছাত্রী। পাশ করেছে  ৯৮ হাজার ০৮৮ জন।
আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ। এবছর আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। ৩ এপ্রিল আইএসসি অর্থাৎ দ্বাদশের পরীক্ষা শেষ হয়। রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ২ঘণ্টা আগে রসায়ন পরীক্ষা স্থগিত হয়ে যায়। ২১ মার্চ রসায়ন পরীক্ষা হয়। আইএসসি’র সাইকোলজি পরীক্ষার আগে প্রশ্নপত্র উধাও হয়ে যায়। সেই পরীক্ষাও পিছিয়েও যায়।
বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য উন্নতি পরীক্ষার সময়সূচীও প্রকাশ করেছে। এই পরীক্ষাগুলি জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
অনলাইনে জানা যাচ্ছে পরীক্ষার ফলাফল। cisce.org, results. cisce.org, results.digilocker.gov.in এই ওয়েবসাইট রোল নম্বর দিলেই ফলাফল জানা যাচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফলাফল জানতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।

Comments :0

Login to leave a comment