WEATHER

আজ রাতে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সতর্কতা আবহাওয়া দপ্তরের

রাজ্য কলকাতা

ঝড়ো বাতাস সহ বৃষ্টি সাথে শিলা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহকুমার বিভিন্ন এলাকায় মঙ্গলবারই হয়েছে শিলাবৃষ্টি। ছবি: চিন্ময় কর

ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার রাতে। সঙ্গে চলতে পারে বজ্রপাতও। এদিন রাতে সতর্কতা জারি করে জানালো আলিপুরের আঞ্চলিক আবহাওয়া বিভাগ। 
আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টির সঙ্গে পড়তে পারে শিলাও। মঙ্গলবার রাতেই পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টি হয়েছে। কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলছে আবহাওয়া বিভাগ।
বলা হয়েছে, বৃষ্টিতে ক্ষতি হবে রবি ফসলের। সবজি চাষেও খারপ প্রভাব পড়বে। ফসল কেটে নিতে বলেছে আবহাওয়া দপ্তর। তবে দ্রুত তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
বজ্রপাতের মধ্যে বাইরে, বিশেষ করে খোলা মাঠে না থাকার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। 
আবহাওয়া বিভাগ বলেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। পূরব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।  
২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, দুই বর্ধমান এবং হুগলীতে। 
২২ এবং ২৩ ফেব্রুয়ারিও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া বিভাগ। ২২ ফেব্রুয়ারি দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলী এবং নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারিও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Comments :0

Login to leave a comment