ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন বিরোধী দলের নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে ২৬ নভেম্বর সংবিধান দিবসের অনুষ্ঠানে উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) বিরোধী নেতাদের বক্তব্য রাখার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন।
২৬ নভেম্বর সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সহ-সভাপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘‘ভারতের সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকী স্মরণে আগামীকাল (মঙ্গলবার) সংবিধান সদনের সেন্ট্রাল হলে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার প্রসঙ্গে আমরা লিখছি। আমরা বুঝতে পেরেছি যে অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষণ দেবেন,’’ বিভিন্ন দলের নেতাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে।
‘‘আমরা বিশ্বাস করি যে সংসদীয় গণতন্ত্রের সেরা ঐতিহ্য এবং স্বার্থে, উভয় কক্ষের বিরোধী নেতাদের এই ঐতিহাসিক মুহূর্তে কথা বলার সুযোগ দেওয়া উচিত,’’ উল্লেখিত চিঠিতে।
সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সোমবার বিরোধী ইন্ডিয়া ব্লকের নেতারা বৈঠক করেন এবং আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উত্থাপন করার এবং এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানান।
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের পার্লামেন্ট হাউস অফিসে বৈঠক করেন কক্ষের নেতারা। খাড়গে-সহ একাধিক বিরোধী সাংসদ আদানি ইস্যুতে সংসদের দু’টি কক্ষেই মুলতুবি রাখার নোটিস জমা দিয়েছেন।
75th Constitution Day
সংবিধান দিবসের অনুষ্ঠানে বিরোধীদের বক্তব্য রাখার অনুমতি চাইল ইন্ডিয়া ব্লক
×
Comments :0