আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হল রবিবার। এদিন বিকেলে বিসিসিআই’র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আসন্ন মরসুমের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন্স। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় ম্যাচটি হবে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। ফাইনাল ম্যাচ আগামী হবে ২৫ মে।
গ্রুপ পর্বে থাকছে মোট ৭০টি ম্যাচ। ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৪টি করে ম্যাচ খেলবে। নকআউট পর্বে আরও চারটি ম্যাচ থাকছে। ১৩টি শহরকে বেছে নেওয়া হয়েছে ভেন্যু হিসেবে। কলকাতা, বেঙ্গালুরু, দিল্লী, মুম্বই, জয়পুর, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, চেন্নাই, মুল্লানপুর, হায়দ্রাবাদ ছাড়া থাকছে ধর্মশালা, গুয়াহাটি ও বিশাখাপত্তনম।
কলকাতা নাইট রাইডার্সের খেলা
২২ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
২৬ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স।
৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স।
৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ।
৬ এপ্রিল বেলা সাড়ে তিনটে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস।
১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।
১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।
২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স।
২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস।
২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স।
৪ মে বেলা সাড়ে তিনটে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস।
৭ মে সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস।
১০ মে সন্ধ্যা সাড়ে সাতটায় সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স।
১৭ মে সন্ধ্যা সাড়ে সাতটায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স।
রইল পূর্ণাঙ্গ সূচি
Comments :0