Indian Premier League 2023 auction in Kochi

সব রেকর্ড ভেঙে দামি ক্রিকেটার কারান

খেলা

Indian Premier League 2023 auction in Kochi

শুক্রবার বসেছিল আইপিএলের নিলামের আসর। এবারের নিলামে সব থেকে কম পুঁজি নিয়ে হাজির ছিল কলকাতা নাইট রাইডার্স। সব থেকে কম পুঁজি নিয়েও বিশ্বরেকর্ডের মালিককে ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটার নারায়ণ জগদীশনকে ৯০ লাখ টাকায় দলে নিল কেকেআর।


চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন চেন্নাইয়ের প্রাক্তন সদস্য। কিছুদিন আগে ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে ২৭৭ রান করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেলেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁকে আট কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।


আইপিএলে সুযোগ পেলেন বাংলার পেসার মুকেশ। ২০২২ সালটা মুকেশ কুমারের কাছে উজ্জ্বল হয়ে থাকবে। এই বছরই ডাক আসে ভারতীয় দলে। যদিও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। বাংলার মুকেশকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। দাম উঠল ৫ কোটি ৫০ লক্ষ টাকা।


জো রুট বাদে সব ইংরেজ ক্রিকেটারকে নিয়েই লড়াই হলো এ দিন। তিন ইংরেজ ক্রিকেটারের মোট দাম উঠল ৪৮ কোটি টাকা। কারানের দাম ওঠে সাড়ে ১৮ কোটি! এত দামে আইপিএলে এর আগে কোনও ক্রিকেটার বিক্রি হননি। সব নজির ভেঙে দিলেন কারেন। তিনি, হ্যারি ব্রুক এবং বেন স্টোকসকে নিয়ে শুক্রবার কোচিতে নিলামে কাড়াকাড়ি হয়ে গেল। কারেনকে নিল পঞ্জাব। ব্রুক গেলেন হায়দরাবাদে। স্টোকসকে নিল চেন্নাই। পরে জো রুট কে বেস প্রাইজে তুলে নেয় রাজস্থান রয়্যাল। ২০১৯ সালে পঞ্জাবের হয়ে খেলেছেন কারান। সেটাই ছিল আইপিএলে তাঁর প্রথম বছর। শুক্রবার টুইটে কারান লিখেছেন, ‘‘যেখান থেকে শুরু করেছিলাম, সেখানেই আবার ফিরে গেলাম। ইতিবাচক ভাবেই দেখছি।’’


নিলামের শেষ পর্বে এসে দল পেলেন শাকিব আল হাসান। প্রথমে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের নাম ডাকা হলেও আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজি। আগের বারও আইপিএলের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি নেয়নি শাকিবকে। ৩৫ বছরের অলরাউন্ডার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুক্রবারই ৪ উইকেট নিয়েছেন। তবু কোনও ফ্র্যাঞ্চাইজি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে আগ্রহ দেখায়নি প্রথমে। শেষ অব্দি নিলামে তাঁর নূন্যতম দাম ১ কোটি ৫০ লাখ টাকায় তাঁকে দলে নেয় নাইটরা। একই ভাবে শেষ পর্বে কলকাতার দলে ঢুকে পড়েন ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাসও।

অবিক্রিত থেকে গেলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। গত বার কলকাতা তাঁকে কিনলেও একটি ম্যাচেও খেলায়নি। এ বার কোনও দল নিলই না তাঁকে। নবি এই মুহূর্ত আইসিসি’র ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলরাউন্ডার

Comments :0

Login to leave a comment