HOCKEY SAVITA PUNIA

হকিতে আড়াইশোর মাইলফলক ছুঁলেন সবিতা

খেলা

অ্যাডিলেডে সবিতা ও নিক্কি।

আড়াইশো আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়া। সঙ্গী ডিফেন্ডার নিক্কি প্রধানও ছুঁয়ে ফেললেন দেড়শো আন্তর্জাতিক ম্যাচের মাইলস্টোন। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ম্যাচে দু’জনেই এই কৃতিত্ব অর্জন করেছেন। 

২০০৯-এ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন গোলরক্ষক সবিতা। ধীরে ধীরে দলে নিজের জায়গা আরও নিশ্চিত করেছেন। অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। অর্জুন সম্মানও পেয়েছেন। ২০১৬’র রিও অলিম্পিকসের দলেও ছিলেন তিনি। বার্মিংহামে তাঁর নেতৃত্বেই গত বছর কমনওয়লথে ব্রোঞ্জ পায় ভারত। খেতাব পায় আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত নেশনস কাপে।  

সবিতা রবিবার বলেছেন, ‘‘আমার কাছে বিশেষ মুহূর্ত। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে এগতে হয়েছে। সতীর্থদের সহায়তা ছাড়া এখানে পৌঁছানো সম্ভব ছিল না।’’ আর নিকি প্রধান বলেছেন, ‘‘স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি পরার। রিও এবং টোকিও অলিম্পিকসে খেলা বিশেষ সম্মানের আমার কাছে।’’

Comments :0

Login to leave a comment