একটি ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়ী ভারত। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত। শনিবার প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ৭ উইকেটে ১৫২ রান করে। জবাবে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৫.২ ওভারে ১৫৬ রান করে ফেলেন। হারারের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের জয় প্রত্যাশিত ছিল। এদিন ব্যাট হাতে দুরন্ত যশস্বী জয়সওয়াল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ওভারে ১৫২ রান তোলে জিম্বাবোয়ে। অধিনায়ক সিকন্দর রাজা ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪৬ রানের ইনিংস খেলেন। দুই ওপেনার মারুমানি ৩২ এবং মাধেভেরে করেন ২৫ রান। ম্যাচের প্রথম ওভারে রিচার্ড এনগারাবার বলে ১৫ রান তুলে ঝোড়ো-ব্যাটিংয়ের ইঙ্গিত দেন জয়সোয়াল।
এদিন ভারতীয় দলের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন খলিল আহমেদ। ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, ওয়াসিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবে।
১৫২ রান তাড়া করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৬১ রান জুড়ে দেন ভারতীয় দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। ১৫.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এদিন ১৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহাজ্যে যশস্বী জয়সওয়াল ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেছেন। ৬টি চার এবং ২টি ছয় মেরে ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন শুভমান গিল। তিনিও অপরাজিত থাকেন। একটি ম্যাচ বাকি থাকতেই ৩-১ সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া।
India vs Zimbabwe 4th T20I
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার
×
Comments :0