সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাতের দুই দিন পর থেকে ৭৫ জন ভারতীয়কে সরিয়ে নিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দামাস্কাস ও বৈরুতে ভারতীয় দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর এই স্থানান্তর কার্যকর করা হয়েছে। গভীর রাতে এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাবলীর পর ভারত সরকার আজ ৭৫ জন ভারতীয়কে সেখান থেকে সরিয়ে নিয়েছে’।
উদ্ধারকৃতদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ৪৪ জন ‘জাইরিন’ রয়েছেন, যারা সাইদা জয়নাবে আটকে পড়েছিলেন। সমস্ত ভারতীয় নাগরিক নিরাপদে লেবানন অতিক্রম করেছেন এবং ভারতে উপলব্ধ বাণিজ্যিক বিমানের মাধ্যমে ফিরে আসবেন। বিদেশ মন্ত্রক বলেছে, সরকার বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের দামাস্কাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সরকার।
MEA
সিরিয়ায় ৭৫ জন ভারতীয়কে সরাল কেন্দ্র
×
Comments :0