কম রানে নিউজিল্যান্ডকে মুড়িয়ে দিলেও শঙ্কা কাটল না। ৮৪ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলল ভারত।
শুক্রবার মুম্বাইয়ের ওয়াঙখাড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টেস্টের প্রথম দিন বিপক্ষকে ২৩৫ রানে গুটিয়ে দেয় ভারত। রবীন্দ্র জাদেজা নেন ৫ উইকেট। আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ৪ উইকেট।
চা পানের বিরতির পরই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ডারেল মিশেল করেছেন ৮২, উইল ইয়ঙ করেছেন ৭১ রান।
ভারত জবাব দিতে নেমে দ্রুত খইয়ে ফেলে অধিনায়ক রোহিত শর্মার উইকেট। ব্যক্তিগত ১৮ রানে আউট হন তিনি। এরপর যশস্বী জয়সোয়াল (৩০) এবং শুভমন গিল (৩১ অপরাজিত) জুটি ৫৩ রান যোগ করে।
কিন্তু নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল পরপর দুই উইকেট নেওয়ায় বিপাকে পড়ে যায় ভারত। তিনি তুলে নেন জয়সোয়াল এবং নাইটওয়াচম্যান মহম্মদ সিরাজকে (০)।
বিরাট কোহলি নামলেও দ্রুত রান আউট হয়ে যান। পরপর ৯ বলে ভারত হারালো ৩ উইকেট।
ক্রিজে রয়েছেন গিল এবং ঋষভ পন্থ (১)।
INDIA vs NEW ZEALAND
মাত্র ৯ বলে পরপর ৩ উইকেট! ভারত বিপাকেই
×
Comments :0