সন্ত্রাসবাদী ফারহাতুল্লাহ ঘোরি ভারতের লুকিয়ে থাকা উগ্রবাদীদের সারা দেশে ট্রেনে হামলা চালাতে বলেছে এমন একটি ভিডিও জুড়ে আসার পরে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে৷ সূত্র জানিয়েছে যে ঘোরি, একজন পলাতক জিহাদি যে বর্তমানে পাকিস্তানে আছে, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সমর্থনে একটি স্লিপার সেলের মাধ্যমে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটায় সে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘোরি, যে বছরের পর বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থার রাডারে রয়েছে, ভারতে রেলওয়ে নেটওয়ার্ক বিপর্যস্ত করার জন্য স্লিপার সেলকে আহ্বান জানাচ্ছে৷ প্রেসার কুকার ব্যবহার করে বোমা বিস্ফোরণের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করতে দেখা গেছে ভিডিওতে।
ঘোরি ভারতে পেট্রোলিয়াম পাইপলাইন এবং রাজনৈতিক নেতাদের টার্গেট করার পরিকল্পনার কথাও বলেছে। সে বলেছে যে ভারত সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) মাধ্যমে তাদের স্লিপার সেলগুলিকে দুর্বল করছে।
গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।
১ মার্চ রামেশ্বরম বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছিল।
Comments :0