দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন তিনি। চিনের ডিং লিরেনকে হারিয়ে এই খেতাব জিতলেন গুকেশ। চীনের ডিং লিরেন গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৩ তম ম্যাচ ড্র করেছিলেন ভারতের ডি গুকেশ। ফলে লিরেন সঙ্গে গুকেশের পয়েন্ট সমান সমান হয়। শেষ ম্যাচে তাঁরা মুখোমুখি হন। মাত্র ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন গুকেশ।
D Gukesh youngest world champion in chess
দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গুকেশ
×
Comments :0