INSAF JADAVPUR SONG

হাজার কণ্ঠে লৌহ কপাট ভাঙার গান ইনসাফ সমাবেশে

রাজ্য কলকাতা

যাদবপুরে ইনসাফ যাত্রার সমাপন সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: দিলীপ সেন

অনিন্দ্য হাজরা

ইনসাফ যাত্রার সমাপন সমাবেশে ‘কারার ওই লৌহ কপাট’ গাইলেন কয়েক হাজার মানুষ। এখানেই চলছে সমাবেশ। হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সপ্তক সানাই দাস শুরু করলেন 'কারার ওই লৌহ কবাট'। কয়েক হাজার মানুষের কন্ঠে কোরাস চলছে তখন। উদ্যোক্তাদের তরফে আগেই সমবেত কণ্ঠে এই গান গাওয়ার আহ্বান জানানো হয়েছিল।
মূল মঞ্চের সামনে স্থায়ী পদযাত্রীদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশিষ্টরা এবং প্রাক্তন যুব নেতৃবৃন্দ রয়েছেন। রয়েছেন ডিওয়াইএফআই’র প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।
হেই সামালো গানের সুরেও হিল্লোল তখন যাদবপুরে। মূল মঞ্চের পিছনেও জনতার জমায়েত। বরাদ্দ চেয়ার ভর্তি হয়ে গিয়েছে। ভিড় সামাল দিতে অটো স্ট্যান্ড পল্লিশ্রীর দিকে আরও কিছুটা সরিয়ে নিয়ে গেলেন অটো চালকরা। তাঁরা সহযোগিতা করে গিয়েছেন এই কর্মসূচিতে।
ইনকিলাব জিন্দাবাদ গর্জনের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থায়ী পদযাত্রীদের দাবিতে ফের 'ইনসাফ' গানটি গাইলেন সৌমিক দাস।
সমাবেশ চলছে। 

Comments :0

Login to leave a comment