ISRAEL LEBANON

লেবাননের গ্রামে ইজরায়েলের বোমায় নিহত ১৮, গাজায় হানা তাবুতে

আন্তর্জাতিক

লেবাননের উত্তরে ইজরায়েলের বিমানহানায় অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। প্যালেস্তাইনের গাজাতেও আক্রমণ অব্যাহত রেখেছে ইজরায়েল। দেয়ার আল বালায় উদ্বাস্তুদের আশ্রয়ের তাবুতে বোমায় নিহত হয়েছেন অন্তত ৪ নাগরিক। গাজার মধ্যভাগে নুসেইরতে একটি স্কুল বাড়িতে ইজরায়েলের বোমায় ২২ জন নিহত হয়েছেন।
ইজরায়েলের সেনা জানিয়েছে দেশের উত্তর অংশে লেবাননের হেজবোল্লা ড্রোন আক্রমণ চালিয়েছে। তাদের চার সেনা জওয়ান নিহত। বিনিয়ামিনা সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালায় হেজবোল্লা। 
ইজরায়েল লেবাননের নাগরিক বসতি এলাকায় বোমা ফেলে চলেছে। লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে দেশের উত্তর অংশে একটি পাহাড়ি গ্রামে বোমা ফেলা হয়েছে। বসতি বাড়ি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। রেড ক্রস জানিয়েছে অন্তত ১৮ বাসিন্দা নিহত। আহত বহু। 
হেজবোল্লার আক্রমণ ঠেকানোর যুক্তিতে ইজরায়েলকে ক্ষেপণাস্ত্র রোধী সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা। ইজরায়েলকে বরাবর সামরিক সহায়তা চালিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই। অথচ ইজরায়েল রাষ্ট্রসঙ্ঘ বা আন্ত্রজাতিক আদালত, কারও তোয়াক্কা না করেই গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজায়। লেবাননেও একই কায়দায় চলছে আক্রমণ। 
গাজার দেয়ার আল বালায় যে তাবু বসতিতে আক্রমণ চালিয়েছে ইজরায়েল সেখানে বাসিন্দারা ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিলেন। ইজরায়েলের হামলায় এক চিত্র সাংবাদিকও নিহত হয়েছেন গাজায়। কেবল গাজায় ইজরায়েলের হানায় ১৭৭ সাংবাদিক নিহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment