বহুতল বসত বাড়িতে বোমা ফেলল ইজরায়েল। গণহত্যার নতুন পর্বে এক বোমায় হত্যা করেছে প্যালেস্তাইনের অন্তত ১০৩ নাগরিককে। নিহতদের মধ্যে নাম রয়েছে শিশু, নারীদের।
গাজার বেত লাহিয়ায় এই বহুতলে হামলায় আহতদের সংখ্যাও কুড়ির বেশি। ঘটনায় ফের তীব্র ধিক্কার জানিয়েছে বিশ্বের বহু অংশ। ইজরায়েলকে মদত দেওয়ার জন্য সোচ্চার হয়েছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধেও।
বেত লাহিয়ার বাসিন্দারা পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমে জানিয়েছেন গোটা বাড়িটিই প্রায় ভেঙে টুকরো হয়ে রয়েছে, তার নিচে অন্তত ৪০ জন আটকে রয়েছে। গাজার যা অবস্থা, তাতে উদ্ধারকাজ চালানোই কঠিন।
তাঁরা বলেছেন, আশেপাশের এলাকা থেকে ছিটকে পড়ে থাকতে দেখা গিয়েছে ছিন্নভিন্ন বহু দেহ। ধুলোর ভেতর মুখ আর শরীরে লেপটে রয়েছে রক্ত।
প্যালেস্তাইনের উদ্বাস্ত মানুষের ত্রাণের কাজে জড়িত রাষ্ট্রসঙ্ঘের শাখা ইউএনআরডব্লিউএ-কে নিষিদ্ধ ঘোষণা রেছে ইজরায়েল। ত্রাণের যেটুলু সুযোগ ছিল তা-ও বন্ধ। বেত লাহিয়ায় বহুতলটিতে আশ্রয় নিয়ে ছিলেন ইজরায়েলের হানাদারিতে উদ্বাস্তু বহু পরিবার।
গাজার পাশাপাশি লেবাননেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ৭১০। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার বলেছে যে দেশের পূর্ব অংশে অন্তত ৬০ জন নিহত হয়েছেন এদিন। পূর্ব অংশে এত বড় মাত্রায় গণহত্যা এর আগে দেখা যায়নি লেবাননে।
GAZA ISRAEL
গাজার বহুতলে বোমা ইজরায়েলের, নিহত ১০৩
×
Comments :0