JANA AJANA — NADANGHATER JULAN / NATUNPATA

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য / নতুনপাতা

ছোটদের বিভাগ

JANA AJANA  NADANGHATER JULAN  NATUNPATA

জানা অজানা

সম্প্রীতির উৎসব নাদনঘাটের ঝুলনমেলা
তপন কুমার বৈরাগ্য

সকল সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্র
নাদনঘাটের ঝুলনমেলা।দীর্ঘ প্রায় চৌঁত্রিশ
বছর ধরে এই মেলা চলছে।মাঝে করোনার
জন্য এই মেলা দু'বছর বন্ধ থাকে।১৯৮৭সাল 
নাগাদ এই মেলার সূচনা। এই মেলার এক নিজস্ব
বৈশিষ্ট আছে।কবির ভাষায় বলতে গেলে-
এক জাতি এক প্রাণ। এই মেলা এখন অনুষ্ঠিত
হয় নাদনঘাট পোস্টঅফিস সংলগ্ন রাইসমিলে।


শিশুদের খেলনা, বাদামভাজা,মিষ্টির দোকান,
মনোহারী দোকান,রেস্টুরেন্ট,মাটির পুঁতুলের
দোকান থেকে আরম্ভ করে সব কিছুর দোকান
এখানে বসে। এখানে বসে সার্কাস,নাগরদোলা
আরও অনেক কিছু।প্রতিদিন পূর্ববর্ধমান জেলার
বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক
এই মেলা দেখতে আসেন। এই মেলায় মানুষ
সাজানো হয়।প্রতিদিন বিভিন্ন দৃশ্যপটে থাকে
শিক্ষামূলক বিষয়গুলো। এই সব দৃশ্যগুলো দেখে
মানুষের হৃদয় সমৃদ্ধ হয়ে ওঠে।প্রতিদিন সন্ধ্যা
থেকে হয় বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান।


এই মেলা শ্রাবণমাসের শেষে বা ভাদ্রমাসের
প্রথমে একাদশী থেকে বসে।মূল অনুষ্ঠান
পাঁচদিন ধরে চলে।মেলা চলে সাতদিন ধরে।
এই মেলায় রঙীন আলোর তোরণ করা হয়।
মূলমঞ্চে নানারকম অনুষ্ঠান চলে। পশ্চিমবঙ্গ
থেকে হারিয়ে যাওয়া যাত্রাশিল্পকে পুনরায়
প্রাণ ফিরিয়ে দিতে এখানে গ্রামীণ শিল্পীদের
নিয়ে যাত্রার আসর বসে।এর পাশাপাশি থাকে
লোকনিত্য,লোকগান সহ নানারকম সাংস্কৃতিক
অনুষ্ঠান। এলাকার বিশিষ্টজনেরা এই অনুষ্ঠান
উদ্বোধনে উপস্থিত থাকেন।

একাদশীর দিনএই অনুষ্ঠান উদ্বোধন হয়।

 এই মেলা আবাল,বৃদ্ধ,
বনিতার মনে বিপুল আনন্দের বার্তা নিয়ে আসে।
পূর্ণিমারদিন এখানে অনুষ্ঠিত হয় রাখীবন্ধন
উৎসব।সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের
হাতে রাখী পরিয়ে দেন।
নাদনঘাটের ঝুলনমেলা সম্প্রীতির মিলনক্ষেত্র,
সংস্কৃতির মিলনক্ষেত্র,মানুষের মিলনক্ষেত্র।

 

Comments :0

Login to leave a comment