JANA AJANA — TAPAN KUMAR BAIRAGYA / NATUNPATA - 6 October

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য / নতুনপাতা / ৬ অক্টোবর

ছোটদের বিভাগ

JANA AJANA  TAPAN KUMAR BAIRAGYA  NATUNPATA - 6 October

নতুনপাতা

জানা অজানা 

তপন কুমার বৈরাগ্য  

যে সব মনীষীদের জন্ম মৃত্যু একই দিনে
তপন কুমার বৈরাগ্য

 রোকেয়া সাখাওয়াত হোসেনঃ
বাংলার নারী জাগরণের অগ্রদূত ছিলেন রোকেয়া
সাখাওয়াত হোসেন।তিনি ছিলেন সেই সময়ের
একজন স্মরণীয় ও বরণীয় মহিলা সাহিত্যিক।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি-মতিচুর,সুলতানাজ
ড্রিম,পদ্মরাগ,অবরোধবাসিনী। তাঁর জন্ম ১৮৮০ সালের
৯ই ডিসেম্বর,মৃত্য ১৯৩২সালের ৯ই ডিসেম্বর।
মাত্র ৫২বছরের জীবনে তিনি নারী জাতির জন্য অনেক 
উল্লেখযোগ্য কাজ করে গেছেন।তাঁর জন্ম ও মৃত্যুদিন রোকেয়া দিবস হিসাবে পালিত হয়।

ডাক্তার বিধান চন্দ্র রায়ঃ বাংলার রূপকার এবং
ধন্বন্তরি চিকিৎসক।পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
১৯৬১সালে তিনি ভারতরত্ন পান। জন্ম ১৮৮২ সালের
১লা জুলাই।মৃত্যু ১৯৬২ সালের ১লা জুলাই।
তাঁর জন্ম এবং মৃত্যু দিবসকে চিকিৎসক দিবস
হিসাবে পালন করা হয়। তিনি জীবন উৎসর্গ করেছেন
মানুষের সেবায়।৮০ বছরের জীবনে তিনি যা করে
গেছেন অন্য কেহ হাজার বছরেও তা করতে পারেন না।

ইতালীয় চিত্রশিল্পী রাফায়েলঃ সিস্টিন ম্যাডোনা,ম্যাডোনা
অ্যান্ড চাইল্ড উইথ,সেন্ট জন দ্য ব্যাপটিস্ট যার অমর
সৃষ্টি সেই ইতালীয় চিত্রশিল্পী রাফায়েলের জন্ম
১৪৮৩ সালের ৬ইএপ্রিল।মৃত্যু ১৫২০সালের
৬ইএপ্রিল।মাত্র ৩৭বছরের জীবনে তিনি চিত্রশিল্পী
হিসাবে পৃথিবী বিখ্যাত হয়ে আছেন।

উইলিয়াম শেকসপিয়ারঃ হ্যামলেট,ওথেলো,কিংলিয়ার,
ম্যাকবেথ ,যেসব নাটক এখনো মানুষের মণিকোঠায়
সযত্নে রক্ষিত আছে সেই স্মরণীয় ও বরণীয় নাট্যকারের
জন্ম১৫৬৪সালের ২৩শে এপ্রিল।মৃত্যু ১৬১৬ সালের
২৩শে এপ্রিল।মাত্র ৫২বছরের জীবনে নাট্যকার
হিসাবে সারা পৃথিবী বিখ্যাত হয়েছেন।

স্যার টমাস ব্রাউনঃএকদিকে তিনি চিকিৎসক এবং
অপরদিকে ছিলেন ইংরেজ লেখক।তাঁর বিখ্যাত
সৃষ্টি রেলিজিও মেডিসি,জিয়োফ-রে কেনেস।
এই মহান মানুষটির জন্ম ১৬০৫ সালের ১৯শে
অক্টোবর এবং মৃত্যু১৬৮২ সালের ১৯শে অক্টোবর। 

Comments :0

Login to leave a comment