MAHARASHTRA ELECTION GAVIT

মহারাষ্ট্রের কালওয়ানে বিশাল মিছিলে মনোনয়ন জমা গাভিটের

জাতীয়

বিশাল মিছিল। লড়াকু সমাবেশও। মহিলারা রইলেন বড় সংখ্যায়। 
মহারাষ্ট্রের আদিবাসী সংরক্ষিত কালওয়ান আসন থেকে এমনই মেজাজে মনোনয়ন দাখিল করলেন সিপিআই(এম) প্রার্থী জীবা পাণ্ডু গাভিট। 
সিপিআই(এম) নেতা গাভিট কৃষক আন্দোলনের বহুদিনের নেতা। কালওয়ান কেন্দ্রের বিধায়কের দায়িত্বও পালন করেছেন। সিপিআই(এম)’র প্রার্থীকে সমর্থন জানিয়েছে মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি (এমভিএ)। একাধিক দফায় বিধায়ক থেকেছেন গাভিট।
বুধবার মহা বিকাশ আঘাড়িও আসন সমঝোতা চূড়ান্ত করেছে। কংগ্রেস, শিবসেনা (উদ্ধব থ্যাকারে) এবং এনসিপি (শারদ পাওয়ার)-র এই জোট মহারাষ্ট্রে প্রধান বিরোধী শক্তি। রাজ্যের সরকারের আসীন বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত পাওয়ার) জোটকে পরাজিত করার লক্ষ্য ঘোষণা করেছে। 
কালওয়ান কেন্দ্রে গাভিটের মনোনয়ন ঘিরে পুরো এলাকা লাল পতাকায় মুড়ে দেন সিপিআই(এম) কর্মীরা। মনোনয়ন দাখিলের মিছিল থেকে সমাবেশ- সঙ্গে ছিলেন সারা ভারত কৃষকসভার সভাপতি এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে। 
মহারাষ্ট্রে, বিশেষ করে আদিবাসী প্রধান এলাকায়, বারবার গণআন্দোলন সংগঠিত করেছে সিপিআই(এম)। বনাঞ্চলের বাসিন্দাদের জমির পাট্টা দেওয়ার আইনকে প্রয়োগের দাবিতে হয়েছে মহামিছিল। কেবল রাজ্য নয়, সারা দেশ দেখেছে প্রান্তিকতম জনতার জেদ। 
এদিন মনোনয়ন দাখিলের পর্বেও সেই ছবি দেখা গিয়েছে। নাসিক জেলার কালওয়ান ও সরগুনা মহকুমা থেকে বিপুল সংখ্যায় এদিন যোগ দেন আদিবাসী মানুষ। আদিবাসী নন এমন জনতাও ছিল বিশাল সংখ্যায়। 
মহারাষ্ট্র বিকাশ আঘাড়ির সমর্থনে নাসিকের কালওয়ান এবং পালঘর জেলার আদিবাসী সংরক্ষিত আরেক বিধানসভা কেন্দ্র দাহানু থেকে লড়ছে সিপিআই(এম)। দাহানুতে গতবার জয়ী হয় সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment