ADANI

আদানির থেকে ঘুষ নিয়েছেন জগন, দাবি শর্মিলার

জাতীয়

আদানির থেকে ঘুষ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর শুক্রবার এই অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সভাপতি ওয়াইএস শর্মিলা। 
এদিন তিনি বলেন, ‘‘গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ  আদানির বিরুদ্ধে যেই অভিযোগ এনেছে তাতে বলা হয়েছে যে আদানি এবং তার সংস্থা এই দেশের কয়েকজ উচ্চপদস্থ আধিকারিক এবং কয়েকজন মুখ্যমন্ত্রীকে ঘুষ দিয়েছেন। জগনমোহন রেড্ডি সেই সময় আদানি এবং তার সংস্থার থেকে টাকা নিয়েছে।’’
তিনি দাবি করেছেন, রেড্ডি ২০০ মিনিলয়ন মার্কিন ডলার নিয়েছে আদানি গোষ্ঠীর কাছ থেকে। পূর্বের সরকারের সাথে যেই চুক্তি হয়েছিল আদানির তা ক্ষমতায় এসে বাতিল করেছেন চন্দ্রবাবু নায়ডু। 
পাল্টা বিজেপির দাবি কোন রাজ্য সরকার আদানি গোষ্ঠীর সাথে সরাসরি চুক্তি করেনি। চুক্তি হয়েছে ভারতীয় সৌর শক্তি কর্পোরেশনের মাধ্যমে। একাধিক রাজ্য এই চুক্তি করেছেন। তার মধ্যে কংগ্রেস শাসিত রাজ্যও আছে বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment