Indian Super League

কোচিতে এগিয়ে মোহনবাগান

খেলা

ছবি প্রতিকী

 

 

কোচিতে কেরালার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে মোহনবাগান।দুটি গোলই করেছেন জেমি ম্যাকলারেন।

প্রথম গোলটি ম্যাকলারেন করেন ২৭ মিনিটে ।  লিস্টনের পাস থেকে ফিনিশ ম্যাকলারেনের। ৪১ মিনিটে আবারো একবার গোল করে দলকে এগিয়ে দিলেন ম্যাকরালেন। কামিংসের লব পাস থেকে আগুয়ান কেরালার গোলরক্ষকের মাথার উপর দিয়ে সুন্দর ফিনিশ করলেন ম্যাকলারেন।

Comments :0

Login to leave a comment