Jhakhand Polls

ঝাড়খন্ড নির্বাচনে প্রথম দফার তালিকা পেশ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার

জাতীয়

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৩৫ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে, যেখানে বারহাইত থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং গান্ডে কেন্দ্র থেকে কল্পনা সোরেনকে প্রার্থী করা হয়েছে।
১৩ ও ২০ নভেম্বর দু'দফায় বিধানসভা নির্বাচন এবং ২৩ নভেম্বর ফল ঘোষণা করা হবে।
হেমন্ত সোরেন সাহেবগঞ্জ জেলার বারহাইত (এসটি) আসনের বর্তমান বিধায়ক। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে তিনি তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী সাইমন মাল্টোকে ২৫,৭৪০ ভোটে পরাজিত করেছিলেন।
তাঁর স্ত্রী কল্পনা সোরেন গান্ডে উপনির্বাচনে তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী দিলীপ কুমার ভার্মাকে ২৭,১৪৯ ভোটে পরাজিত করেছিলেন। জেএমএম বিধায়ক সরফরাজ আহমেদের পদত্যাগের পরে আসনটি শূন্য হয়েছিল।
জেএমএমের ৩৫ জন প্রার্থীর মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর ভাই বসন্ত সোরেন দুমকা থেকে, বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো নালা থেকে, মন্ত্রী মিথিলেশ ঠাকুর গাড়োয়া থেকে, সোনু সুদিব্যা গিরিডি থেকে এবং বেবি দেবী দুমরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বসন্ত সোরেন এর আগে জেএমএমের শক্ত ঘাঁটি দুমকায় বিজেপির প্রাক্তন মন্ত্রী লুইস মারান্ডিকে ৬,৮৪২ ভোটে পরাজিত করেছিলেন।
এই আসনটি তাঁর বড় ভাই হেমন্ত সোরেন খালি করেছিলেন, যিনি ২০১৯ সালের ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে দুমকা ও বারাহিত উভয়ই জিতেছিলেন এবং পরেরটি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। হেমন্ত সোরেন মারান্ডির বিরুদ্ধে ১৩,১৮৮ ভোটের ব্যবধানে দুমকা জিতেছিলেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও জেএমএম ৮১টি আসনের মধ্যে ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি ১১টি আসনে আরজেডি ও বাম দল লড়বে। মঙ্গলবার, ২২ অক্টোবর ছ'টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আরজেডি।

Comments :0

Login to leave a comment