সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে ১১ নভেম্বর শপথ নেবেন বরিষ্ঠ বিচারপতি সঞ্জীব খান্না। তিনি হবেন সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি। নিয়োগের রীতি অনুসারে বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় আইন মন্ত্রককে তাঁর উত্তরাধিকারী হিসাবে নাম সুপারিশ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সুপারিশ মেনে সঞ্জীব খান্নাকেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দুই বছরের মেয়াদ শেষ করে আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন চন্দ্রচূড়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হতে চলেছেন প্রবীণ বিচারপতি সঞ্জীব খান্না। তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি পদে যোগ দেন ২০১৯ সালের ১৮জানুয়ারি। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে বিচারপতিদের ৬৫ বছর বয়সে অবসর। তিনি অবসর গ্রহণ করবেব ২০২৫ সালের ১৩ মে। ফলে প্রধান বিচারপতি পদে তার মেয়াদ হবে ছয় মাসের সামান্য কিছু বেশি সময়। বিচারপতি খান্নার জন্ম ১৯৬০ সালের ১৪ মে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি আইন নিয়ে পড়েছেন। ২০০৬ সালে তিনি দিল্লি হাইকোর্টে স্থায়ী বিচারপতি পদে নিয়োগ হন। ৩৭০ ধারা বাতিলের যে বিতর্কিত রায় দেয় যে সুপ্রিম কোর্ট বেঞ্চ তার অন্যতম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না। এছাড়া তিনি নির্বাচনী বন্ড বাতিল রায়ের বেঞ্চের বিচারপতি ছিলেন। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের রায় দেন। আগামী ১১ নভেম্বর তিনি প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করতে চলেছেন।
Comments :0