VIRAT KOHLI

কোহলির সেঞ্চুরিতে এগিয়ে ভারত

খেলা

প্রায় চল্লিশ মাস পর টেস্ট সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। রবিবার আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান তোলেন তিনি। ভারত প্রথম ইনিংসে তুলেছে ৫৭১ রান। 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৪৮০ রান। জবাব দিতে নেমে শনিবার তিন উইকেট খুইয়ে ভারত তুলেছিল ২৮৯ রান। রবিবার অক্ষর প্যাটেলের সঙ্গে ষষ্ঠ উইকেটের জুটিতে কোহলি যোগ করেন ১৬২ রান। 

তার আগে কম সময়ের মধ্যে দু’টি উইকেট হারায় ভারত। রবীন্দ্র জাদেজা আউট হন নিজের ২৮ রানে টড মার্ফির বলে। নাথান লিওনের বলে আউট হন কেএস ভরত, নিজের ৪৪ রানে। 

এরপরই বড় রানের জুটি গড়েন বিরাট এবং অক্ষর। 

চতুর্থ দিনের শেষবেলায় অস্ট্রেলিয়া ৬ রান তুলেছে তিন ওভারে। ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড এবং ম্যাথু কুনেম্যান। ভারত ৮৮ রানে এগিয়ে রয়েছে। খেলা ড্রয়ের দিকে এগচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সিরিজে ভারত ২-১ টেস্টে এগিয়ে। 

রবিবার আন্তর্জাতিক স্তরে ৭৫ তম সেঞ্চুরি করলেন কোহলি। এর মধ্যে টেস্টে সেঞ্চুরি ২৮টি। শচীন তেণ্ডুলকরের একশোটি সেঞ্চুরি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। 

Comments :0

Login to leave a comment