KUNTAL GHOSH

কুন্তল ঘোষের জামিন স্থগিত

রাজ্য জেলা

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের জামিন মামলায় রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। ইডির তরফে হাইকোর্টে দাবি করা হয়েছে গ্রেপ্তারির পরেও কুন্তল ঘোষের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু সেই টাকার হিসাব দিতে পারেনি ধৃত তৃণমূল নেতা। তাই ইডির তরফে হাইকোর্টের বিচারপতির কাছে আবেদন করা হয় যাতে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর না করা হয়।

প্রাথমিকে নিয়োগের দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে ২১ জানুয়ারি ২০২৩ গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তিনি এখনও জেল বন্দি। সেই মামলায় এখনও তদন্ত চলছে। এর আগে কুন্তল ঘোষ জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাইকোর্টেই সেই মামলা ফেরত পাঠায় দেশের সর্বোচ্চ আদালত। কুন্তলের আইনজীবী আদালতে বলেন, "প্রাথমিকের মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য ইতিমধ্যেই জামিন পেয়েছেন। তাঁর মক্কেলকেও জামিন দেওয়া হোক"।

ইডির আইনজীবীর বক্তব্য, "কুন্তলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেফতারির পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকার বেশি ঢুকেছে। এই যুক্তি ঠিক নয় যে মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন বলে কুন্তলেরও জামিন হবে"। দুই পক্ষের বক্তব্য শুনে বুধবার কুন্তল ঘোষের জামিন মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। 

Comments :0

Login to leave a comment