ফ্রান্স জাতীয় ফুটবল দলের নয়া অধিনায়ক নির্বাচিত হলেন ২৪ বছর বয়সী তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি দলের পূর্ববর্তী অধিনায়ক ছিলেন হুগো লরিস। কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ৩৬ বছর বয়সী ফরাসি গোলরক্ষক হুগো লরিস। এক দশকেরও বেশি সময় ফ্রান্সের অধিনায়কত্ব করেছেন তিনি। তাঁর নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। রানার হয় ২০২২ বিশ্বকাপে। লরিস অবসর নেওয়ার পর এবার সামনে এলো ফ্রান্সের নতুন অধিনায়কের নাম।
তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবার অধিনায়ক নির্বাচিত হলেন। এমবাপ্পে ইতি মধ্যে সিনিয়ার দলের জার্সি গায়ে ৬৬টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। গোল করেছেন ৩৬টি। সবচেয়ে বড় ব্যাপার কাতার বিশ্বকাপে ফ্রান্স দলের রানার্স আপ হওয়ার পেছনে বিশাল অবদান ছিল এমবাপ্পের। গত বিশ্বকাপেও গোল্ডেন বুট বিজয়ী ছিলেন এমবাপ্পে। এবার দেশের হয়ে অধিনায়কত্বের অভিষেক ঘটবে আগামী শুক্রবার। ইউরো কাপ ২০২৪’র যোগ্যতা নির্নায়ক পর্বের ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো মাঠে নামবেন তিনি। ম্যাচটি হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। খেলাটি হবে স্টাডি ডি ফ্রান্স স্টেডিয়ামে।
Comments :0