পাহাড়ী পথে টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক হলো না। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিঙগামী টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকছে আগামী ১১জুলাই পর্যন্ত। যদিও দার্জিলিঙ থেকে ঘুম পর্যন্ত জয় রাইড পরিষেবা চালু থাকছে।
লাগাতার বৃষ্টিতে ধস বিধ্বস্ত হয়ে পড়েছে দার্জিলিঙ পার্বত্য অঞ্চল। পাহাড়ী প্রায় সব রাস্তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। অবিরাম পাহাড়ের গা বেয়ে মাটি, ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে। টয়ট্রেন চলার লাইনে ধস নেমে পাহাড়ি পথে খেলনা গাড়ি চলাচলে বিঘ্ন ঘটেছে। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়ে রয়েছে। যে কোন সময় টয়ট্রেনের লাইনের মাটি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার থেকে দার্জিলিঙ টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক হবার থাকলে, ঝুঁকিপূর্ন চলাচল এড়াতে দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের তরফে এনজেপি থেকে দার্জিলিঙ টয়ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হলো। যদি পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও ধস পরিস্থিতির উন্নতি ঘটে তাহলে পরিষেবা স্বাভাবিক হবে ১১জুলাইয়ের পরে। এবিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে সময় বাড়িয়ে ১১জুলাই পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে সুকনা থেকে কার্শিয়াঙের পথে টয়ট্রেন চলার পথে লাইনের একাধিক জায়গায় বড় আকারের ধস ক্রমাগত নেমে আসায় গত ৬ জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিঙ টয়ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ (ডিএইচআর)'র তরফে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ধসের কারনে বেশ কিছু জায়গায় টয়ট্রেন চলার লাইন ক্ষতির মুখে পড়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দার্জিলিঙ থেকে ঘুম পর্যন্ত জয় রাইড পরিষেবা স্বাভাবিক থাকছে। কোন পর্যটন এনজেপি থেকে দার্জিলিঙ পর্যন্ত টিকিট কাটতে চাইলে তাদের জয়রাইড পরিষেবা সম্পর্কে বিস্তৃতভাবে জানানো হচ্ছে। তিনধারিয়া, রঙটঙ, গয়াবাড়ি সহ বিভিন্ন জায়গায় টয়ট্রেনের ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে। পাগলাঝোরায় ৫৫নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ সহ টয়ট্রেনের লাইনের ধস নেমেছে। জাতীয় সড়ক প্রায় নিশ্চিহ্ন হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের ১১জুলাই পর্যন্ত বন্ধ থাকার কথা জানানো হলেও, ঠিক কবে পাহাড়ে টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে সেবিষয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে।
Comments :0