Gaza Left Front Rally

গাজায় আগ্রাসনের প্রতিবাদে কলকাতায় শুরু বামফ্রন্টের মিছিল

রাজ্য কলকাতা

প্যালেস্তাইনের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে মিছিল শুরু করল বামফ্রন্ট। সোমবার কলকাতার কলেজস্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল।


গাজায় ইজরায়েলের হানায় দেড় বছরের কম সময়ে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাঝে যুদ্ধবিরতি হলেও গত সপ্তাহ থেকে ফের লাগাতার হামলা শুরু করেছে ইজরায়েল। এক সপ্তাহের মধ্যেই নিহত হয়েছেন গাজার পাঁচশোর বেশি বাসিন্দা। নিহতদের বেশিভাগই শিশু এবং মহিলা।
বামফ্রন্টের ডাকে এই মিছিল মৌলালীতে শেষ হবে। 
আমেরিকার মদতে ইজরায়েলের এই অমানবিক আগ্রাসকে ধিক্কার জানিয়ে চলছে মিছিল। সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদক এবং বামফ্রন্টের নেতা কল্লোল মজুমদার বলেন, জায়নবাদী ইজরায়েল প্যালেস্তাইনে হামলা চালাচ্ছে সব নাগরিককে নিকেশ করার উদ্দেশ্যে। এই মিছিল তার প্রতিবাদে, মানবাধিকারের পক্ষে। মানবাধিকারের কোনও রীতিনীতি মানছে না ইজরায়েল। যার পিছনে রয়েছে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। 
মজুমদার বলেন, ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সময়ে বারবার পথে নেমেছিল কলকাতার জনতা। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমতের অংশ হয়ে প্রতিবাদে সোচ্চার হওয়া কলকাতার সংস্কৃতি। আজও সেই ধারা অটুট রয়েছে। 
মজুমদার বলেন, জোট নিরপেক্ষ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছিল ভারত। প্যালেস্তাইনে হামলা হলে ধিক্কার জানাতো। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ভারত মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে রয়েছে। আমাদের দাবি, ভারতকে ধিক্কার জানাতে হবে। সংঘর্ষবিরতির জন্য আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করতে হবে।

Comments :0

Login to leave a comment