Lok Sabha Election 2024

সন্ত্রাস রুখেই ভোট দেবেন সুলতানপুরের মানুষ

রাজ্য

প্রবল সন্ত্রাস কবলিত এলাকায় সোমবার প্রচার করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নিরব খাঁ। ছিলেন সিপিআই(এম) নেতা শুকুল শিকদার, শ্যামল পাল, রাখোহরি সেন, বিকাশ নাথ প্রমুখ। ২০১১ সালের পর থেকে এই এলাকায় লালঝান্ডা রাখা তো দূরের কথা, কালনা-১ ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের লাল পোশাক পরা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সেই সন্ত্রাসবলিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রাম থেকে সোমবার সকালে প্রচার শুরু হয়। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রাম তো বটেই, পাশাপাশি বাঘনাপাড়া ও হাটকালনা গ্রাম পঞ্চায়েত দুটিরও বিভিন্ন গ্রামে প্রচার চলে। রবিবার রাতে গোপালপুর ও রথতলা গ্রামের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লাগ ফেস্টুন তুলে ফেলে দেয় দুষ্কৃতীরা। সোমবার সকালে এই অবস্থা দেখার পর পুনরায় ফ্ল্যাগ ফেস্টুন লাগান সিপিআই(এঙ) কর্মীরা। এদিন নিরব খাঁর প্রচার মিছিল যে গ্রামেই প্রবেশ করেছে, সেই গ্রামেই দলে দলে গরিব মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে মহিলারা বামফ্টন্ট প্রার্থীকে ফুলমালা দিয়ে বরণও করেছেন। অনেকে ২০১১ সালের পর থেকে নিজেদের ভোট না দিতে পারার যন্ত্রণার কথা শুনিয়েছেন প্রার্থীকে। তাদের দাবি স্বাধীনভাবে ভোটদানের অধিকার চাই,  চাই গরিব মানুষের বেঁচে থাকার সুস্থ পরিবেশ। বামফ্রন্ট প্রার্থী নিরব খাঁ বলেন, বিজ্ঞানের একটা সূত্র আছে '' প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্র মেনে সন্ত্রাস কবলিত এলাকায় মানুষ যে ভাবে সংগঠিত হয়েছেন,  তাতে তাঁরা ভোট লুট রুখে দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। কারণ এদিনকার প্রচারে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, তাই আমি আশাবাদী।

Comments :0

Login to leave a comment