Lukaku is out of first three matches

চোটের জন্য বিশ্বকাপে অনিশ্চিত লুকাকু

খেলা

lukaku World Cup
 

শুরুটা হয়েছিল সেনেগালের অধিনায়ক সাদিও মানেকে দিয়ে। এবার চোটের কবলে পড়লেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। বেলজিয়াম ‘টিম ম্যানেজমেন্ট’ সূত্রে খবর, চোটের জন্য গ্রুপ লিগের তিনটি ম্যাচের একটিও খেলতে পারবেন না লুকাকু। 

বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচে ৬৮ গোল করা লুকাকুকে সেদেশের সর্বকালের সেরা গোল স্কোরার বলা হয়ে থাকে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম থেকেই বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছিলেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। লুকাকুর চোটের কথা জেনেও তাঁকে  দলে নিয়েছিলেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ। কিন্তু কাতারে পৌঁছে লুকাকুর চোটের মাত্রা বৃদ্ধি পায়। তারফলে এখনও অবধি প্র্যাক্টিসেই নামতে পারেন নি তিনি। 

বেলজিয়াম টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, গ্রুপ এফ থেকে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হলে লুকাকু জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন। নইলে সাইড বেঞ্চে বসেই ২০২২ বিশ্বকাপ কাটাতে হবে তাঁকে। 

 

প্রসঙ্গত, বিগত ১৮ মাস ধরে হ্যামস্ট্রিং চোটের জন্য ভুগছেন লুকাকু। চোটের কারণেই চেলসি ছেড়ে ইন্টার মিলানে পাড়ি দিতে বাধ্য হন তিনি। 

Comments :0

Login to leave a comment