বিশ্বশান্তির জন্য প্রয়োজন বিশ্বময় ক্ষুধার সমস্যার নিরসন। শস্যের অভাবের কারণে কমানুষ ক্ষুধার্ত নয়। আসলে তাঁদের কাছে খাদ্য পৌছানোর ব্যবস্থা নেই।
রিও ডি জেনেরোতে জি-২০ গোষ্ঠীর সম্মেলন উদ্বোধন করে এই বার্তা দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডা সিলভা।
লুলা এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা আল সিসি স্পষ্ট ভাষায় বলেছেন প্যালেস্তাইনের জনতার অধিকার লঘু করা চলবে। পৃথক প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। মিশরের রাষ্ট্রপতির মুখপাত্র আহমেদ ফাহমি জানিয়েছেন প্যালেস্তাইন এবং মধ্য প্রাচ্য প্রসঙ্গে লুলার সঙ্গে বৈঠক হয়েছে আল সিসির। আন্তর্তাকি স্তরে আলাদা রাষ্ট্র হিসেবে প্যালেস্তাইনের স্বীকৃতির দাবিকে জোরালো করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল এবং মিশরের দুই রাষ্ট্রপ্রধান।
লুলা বলেছেন, ধনী দেশগুলি বিপুল খরচ করছে অস্ত্রের জন্য। অন্য বহু দেশ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের মতো ক্ষেত্রে খরচের বদলে অস্ত্রের জন্য খরচ করছে। এই পরিস্থিতি বিশ্ববাসীর পক্ষে ইতিবাচক নয়।
লুলা বলেছেন, আজকের বিশ্বে একের পর এক সশস্ত্র সংঘাত চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সময়েই সবচেয়ে মানুষ ঘরছাড়া হচ্ছেন। তাঁদের অন্যত্র পাড়ি দিতে হচ্ছে। চরম জলবায়ুর কারণে বিশ্বের প্রায় সর্বত্র ভয়াবহ প্রভাব পড়ছে।
আয়ের বৈষম্যের জন্য ধনী দেশগুলিকে দায়ী করেছেন লুলা। তিনি বলেছেন কোভিড মহামারী বিশ্বের ভয়ঙ্কর অবস্থা দেখিয়েছে। এই বিশ্বে অন্তত ৭৩ কোটি ৩০ লক্ষ মানুষ খিদে নিয়ে ঘুমাতে যান। আরও বহু মানুষ অনিশ্চিত জীবন কাটাতে বাধ্য হন। এই পরিস্থিতির মোকাবিলা না করে বিশ্ব শান্তির দিকে এগনো যাবে না।
লুলা বলেছেন, ক্ষুধা বা দারিদ্রের জন্য প্রাকৃতিক অভাব দায়ী নয়। আসলে যে রাজনীতি অসংখ্যা মানুষকে তাঁদের অধিকারের বৃত্ত থেকে দূরে ঠেলে দেয় দায়ী সেই রাজনীতিই।
জি-২০তে ক্ষুধা এবং দারিদ্র মোকাবিলায় বিশ্ব সমঝোতা গঠনের ঘোষণা হয় এদিন।
Lula da Silva G-20
ক্ষুধা না মিটিয়ে বিশ্বশান্তি অসম্ভব, জি-২০ সম্মেলনে লুলা
×
Comments :0