MANDA MITHAI — TAPAN KUMAR BAIRAGYA — OLM — NATUNPATA — 28 SEPTEMBER 2025, 3rd YEAR

মণ্ডা মিঠাই — তপন কুমার বৈরাগ্য — সবচেয়ে দীর্ঘজীবি উভচর প্রাণী — নতুনপাতা, ২১ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

MANDA MITHAI  TAPAN KUMAR BAIRAGYA  OLM  NATUNPATA  28 SEPTEMBER 2025 3rd YEAR

মণ্ডা মিঠাইনতুনপাতা

 

সবচেয়ে দীর্ঘজীবি উভচর প্রাণী

তপন কুমার বৈরাগ্য
 

পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবি উভচর প্রাণী হলো ওলম।একশো
বছরের উপর এই প্রাণী বেঁচে থাকে।এইরকম দীর্ঘজীবি উভচর
প্রাণী পৃথিবীতে একটাও নেই। দক্ষিণপূর্ব ইউরোপের বলকান
অঞ্চলে গুহায় এদের দেখা যায়। সাপের মতন দেখতে।তবে
ধবধবে সাদা প্রাণী।সামনের দিকে মানুষের আঙুলের মতন
দুপাশে দুটি অঙ্গ আছে। পিছুনেও ওইরকম দুইপাশে দুটি
অঙ্গ আছে।অন্ধকার ভেজাগুহাতে এরা থাকতে ভালোবাসে।
সারা পৃথিবীতে এদের সংখ্যা কমতে কমতে এখন প্রায় ৫০০টির কাছে এসে দাঁড়িয়েছে। এরা মেরুদন্ডী প্রাণী।এরা কিন্তু অন্ধ।
মানুষের ত্বকের সাথে এদের ত্বকের নিবিড় সম্পর্ক থাকায়
এদের মানব মাছ বলে।ত্বক ,ফুলকা দিয়ে এরা শ্বাসকার্য চালায়।
এদের গুহা স্যালমান্ডার বা সাদা স্যালমান্ডারও বলা হয়।
এদের দেহ খুব কঠিন।দেহের হাড় খুব শক্ত।তাই এই মাছের
দেহ স্ফটিক হিসাবে ব্যবহার করা হয়। এই মানব মাছকে
সেখানকার ভাষায় একে মেচেরিল বলে।যার বাংলা অর্থ
আর্দ্রতার গর্ত । এরা চিংড়ি, শামুক,পোকামাকড় খায়।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এরা সাড়ে বারো বছর অন্তর
অন্তর জীবনে চারবার ডিম পাড়ে।একসাথে ৩৫টা করে
ডিম পাড়ে। সব ডিম ফুটে  বাচ্চা বের হয় না।অধিকাংশ ডিমই
প্রায় নষ্ট হয়ে যায়। তাই এদের বংশ প্রায় ধ্বংসের পথে
এগিয়ে যাচ্ছে।এরা প্রচুর খায় এবং লিভারের ওখানে জমা
রেখে দেয়। তাই এরা একটানা দশ পনেরো দিন না খেয়ে
থাকতে পারে। অন্ধকার গুহায় যে জল জমে থাকে তার তলায়
এরা ঘুমায়,খায়।এরা বড্ড নিরীহ প্রাণী। কারো ক্ষতি করে না।
অন্ধ হলেও এদে ঘ্রাণশক্তি  প্রবল।এই ঘ্রাণের দ্বারাএরা সবকিছু
বুঝতে পারে।পৃথিবীর এমন দীর্ঘজীবি উভচর প্রাণী  অন্ধ
হয়েও চলাচল করতে পারে এবং সাড়ে বারো বছর অন্তর
অন্তর যারা ডিম পাড়ে। যা কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। 

Comments :0

Login to leave a comment