Bangla Bachao Maldah

বাংলা বাঁচাও যাত্রা: ছাব্বিশের জন্য তৈরি হওয়ার ডাক ইংরেজবাজারে

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

ইংরেজবাজারের সভায় কৌশিক মিশ্র।

উৎপল মজুমদার ও প্রিতম ঘোষ


বাংলাকে বদলাতে হবে। দেশ এবং রাজ্য বেচছে দুই দল। বাংলাকে বাঁচাতে হবে। তার জন্য সরকার বদলাতে হবে রাজ্যে। বিধানসভা ভোটের জন্য তৈরি হতে হবে।
মালদহের বিভিন্ন অংশ ঘুরে ইংরেজ বাজারের রথবাড়ি মোড়ে জন সভা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে দেওয়া হয়েছে এই আহ্বান ।
সিপিআই(এম) মালদহে জেলা সম্পাদক কৌশিক মিশ্র সভাপতিত্ব করছেন সভায়। তিনি
অভিনন্দন জানান বিভিন্ন গণ সংগঠনকে, যারা এই মিছিলকে সংবর্ধনা দিয়েছে। কর্মসূচি সফল করতে সহায়তা করেছে।
তিনি বলেন, সামনে নির্বাচন। একত্রিত ভাবে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল। তৃণমূলের সরকার গঠিত হয়েছিল। বাংলাকে ভয়াবহ অবস্থায় ফেলে দিয়েছে। 
অভূতপূর্ব সাড়া মিলেছে মালদহে। মানুষকে নিয়ে জোট তৈরি করতে হবে। নির্বাচনী লড়াই সব অংশ কে নিয়ে করতে হবে। তার প্রস্তুতি শুরু হচ্ছে। 
মঞ্চে রয়েছেন
ইংরেজবাজার এরিয়া সম্পাদক শুভদীপ মিত্র। তিনি বলেন প্রচার চলার সময় ছিঁড়ে ফেলা হয়েছে বাংলা বাছাইয়ের হোর্ডিং। শহরকে বেছে দিচ্ছে বিজেপি তৃণমূল সেটিং, বলেন তিনি। তিনি বলেন, চাপিয়ে দেওয়া হয়েছে জঞ্জাল কর। পৌর সভায় যোগসাজশ স্পষ্ট।
পার্টি জেলা কমিটি সদস্য,  একরাম হোসেন বলেন ‘সঞ্চার সাথী’ অ্যাপ আরেক উদাহরণ কিভাবে কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নাগরিকদের ওপর। মৎস্যজীবী আন্দোলনের রাজ্যের নেতা তিনি। হোসেন বলেন, জল কর সমবায় সমিতি পাবে না। সমবায়ের নির্বাচন হচ্ছে না। শিক্ষার অবস্থা ভয়াবহ। এই পরিস্থিতি বদলাতে হবে। 
ওয়াকফ চালু করতে দেবো না বলছেন। বলেছিলেন এসআইআর করতে দেবো না। এখন তিনিই ওয়াকফ আইন মেনে জেলায় নির্দেশিকা পাঠাচ্ছেন কেন্দ্রের পোর্টালে নাম তুলতে। 
অম্বর মিত্র বলেন, বহু মানুষ এগিয়ে এসেছেন কর্মসূচিতে। গণ পরিবহণ বিক্রি করে দিচ্ছে। বাস বিক্রি করছে। কর্মীরা প্রাপ্য পাচ্ছেন না। জনতা বদল চাইছে।
সিপিআই(এম) রাজ্যে কমিটির সদস্য ধ্রুব জ্যোতি চক্রবর্তী বক্তব্য রাখেন। তিনি বলেন, সকাল থেকে মিডিয়া ব্যস্ত হুমায়ূন কবির নিয়ে। তিনি নিজেই ছিলেন বাবরি ভাঙার দলে। তাকে নিয়ে আলোচনা। তিনি মনে করিয়ে দেন যে মমতা মন্দির বানিয়েছিলেন ভোটের জন্য। তিনি বলেন, ধর্ম নয়। এদের উদ্দেশ্য ভোট।

Comments :0

Login to leave a comment