Malda Fire

মালদায় ভস্মীভূত হোটেল

জেলা


আগুন লেগে ভস্মীভূত হোটেল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার চেঁচুমোড় এলাকায়। আগুনের লেলিহান শিখা গোটা হোটেলটিকে মুহূর্তে গ্রাস করে নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। মালদহ থানার পুলিশ ও প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে আসেন। ফাঁকা করে দেওয়া হয় আশপাশের দোকান-বাড়িগুলি। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুল লাগার কারণ জানা যায়নি। তবে কিভাবে আগুল লাগল তা জানার চেষ্টা করছে দমকল ও প্রশাসন।  
এদিন দুপুরে হোটেলে আগুন লাগার যেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ হোটেলটিতে অবৈধভাবে পেট্রোল-ডিজেল মজুত রাখা হয়েছিল। তাদের অনুমান মজুত রাখা তেল থেকেই হোটেলটিতে আগুন ধরে যায়। স্থানীয়দের বক্তব্য, হোটেলের কাছেই রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফিলিং পয়েন্ট। তেলের ট্যাঙ্কারগুলি এসে দাঁড়ায় সেখানে। আর ট্যাঙ্কার থেকেই অবৈধ ভাবে পুলিশ প্রশাসনের সামনেই চলে তেল চুরির প্রক্রিয়া চলে। ব্যারেল ভরে ভরে সেই তেলই মজুত করে রাখা হত এলাকার বিভিন্ন গোপন ডেরায়। দিনের পর দিন এই কর্মকাণ্ড চললেও স্থানীয় পুলিশ ও প্রশাসন কোন‌ও কিছুরই ব্যবস্থা নিচ্ছিল না। হোটেলে আগুন লাগার কারণ সেখানে বেআইনিভাবে প্রচুর ডিজেল ও পেট্রোল মজুত ছিল। স্থানীয়দের দাবি, অবৈধ তেলের কারবার বন্ধ করতে হবে প্রশাসনকে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হোটেল মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।
 

Comments :0

Login to leave a comment