Md Salim SSC

দুর্নীতি ঢাকার চেষ্টায় নেতাজী ইন্ডোরে মমতা, ক্ষোভ সেলিমের

রাজ্য

শুক্রবার মাদুরাইয়ে সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম।

মুখ্যমন্ত্রী বসছেন নিজের দুর্নীতি আড়াল করতে। যাঁদের থেকে চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাঁদের আশ্বস্ত করার চেষ্টায় এই বৈঠক। তা না হলে এতদিনে আদালতে তিনি যোগ্যদের তালিকা দিলেন না কেন।
শুক্রবার মাদুরাইয়ে সাংবাদিক সম্মেলনে এ প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্কুলের প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছে যে এই নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতি চলেছে। এমনকি যোগ্য-অযোগ্য বাছাই করার জন্য ওএমআর শিটের কপিও রাখা হয়নি। পুড়িয়ে দেওয়া হয়েছে ওএমআর শিটও। যার কাজ হারাতে হয়েছে যোগ্যদেরও। 
৭ এপ্রিল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারিয়েছেন যাঁরা, সেই অংশের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সাংবাদিক সম্মেলনে এই বৈঠক নিয়ে প্রশ্ন করা হয় সেলিমকে।
সেলিম বলেন, এসব সার্কাস নতুন নয়। বিগত দিনে প্রেস ক্লাবের সামনে ধরণা দিচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তখনও এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চিট ফান্ডের সময়েও এরকম বলেছিলেন। দুর্নীতি করার পর ক্ষতিগ্রস্তদের বলেন তিনি সব ঠিক করে দিচ্ছেন। আদৌ কিছু হয়েছে? তিনি তামাশা ছাড়া আর কিছু করবেন না।
সেলিম বলেন, গত এক বছর ধরে আদালত বলেছিল যারা অযোগ্য, বেনিয়ম করে চাকরি পেয়েছে, তাদের তালিকা দিতে। যোগ্যদের তালিকা চাওয়া হয়েছিল। তালিকা দেওয়া হয়নি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন সেই তালিকা দেওয়ার ব্যবস্থা করেননি এক বছরেও? দ্বিতীয়ত নিয়োগ সম্পূর্ণ করতে বলা হয়েছিল স্বচ্ছভাবে। কিন্তু দুর্নীতি হলো। আজকে সুপ্রিম কোর্টের রায়েও বলা হয়েছে পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে। 
সেলিম বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের জড়ো করতে চাইছেন যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। কারণ তাঁরা টাকা দিয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রীদের। তাঁদের মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে এখানে না হলেও অন্য জায়গায় পুষিয়ে দেব। যাঁরা টাকা দিলেন, তাঁদের বলব, সৎসাহস দেখান। মুখ্যমন্ত্রীকে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বলুন কাকে কত টাকা দিয়েছেন। সিবিআই তদন্ত করে পাচ্ছে না, তাঁরা বললে বের হবে। এখন তো নিশ্চিত যে দুর্নীতি হয়েছে। এবার জানান কাদের টাকা দিয়েছেন। তাদের সুদসমেত টাকা ফেরত দিতে হবে। আর ক্ষতিপূরণ দিতে হবে। যারা মাইনে পাবে না তাঁদের ভরণপোষণ দিতে হবে।  
পার্টি কংগ্রেসের আলোচনা প্রসঙ্গে সেলিম বলেন, রাজনৈতিক পর্যালোচনা রিপোর্ট ও রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা খুবই গঠনমূলক ও উৎসাহজনক। প্রতিনিধিরা পরামর্শও দিয়েছেন। জবাবী ভাষণের সময় তা বিবেচিত হবে।

Comments :0

Login to leave a comment