INDIA vs SOUTH AFRICA

পরপর দু’টি সেঞ্চুরি, নজির মান্ধানার

খেলা

বুধবার চেন্নাস্বামী স্টেডিয়ামে স্মৃতি মান্ধানা।

একদিনে দু’টি রেকর্ড করলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। পরপর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে পরপর দু’টি সেঞ্চুরি করলেন ভারতীয় মহিলা দলের ব্যাটার। সেই সঙ্গে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ রানের নজিরও গড়লেন তিনি। 
বুধবার মান্ধানা দক্ষিণ আঘ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১২০ বলে ১৩৬ রান করেছেন। একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে এই স্টেডিয়ামেই ১২৭ বলে ১১৭ রান করেছিলেন তিনি। মুখ্যত তাঁর ইনিংসে ভর করেই ভারত পৌঁছে গিয়েছিল ২৬৫ রানে। জিতেছিল সিরিজের প্রথম ম্যাচও। 
এদিনও ২৩ ওভারে ১০০ রানে ভারতের দুই উইকেট পড়ে যায়। তারপরই মান্ধানার ব্যাটে ভর করেই ভারত পৌঁছেছে ৫০ ওভারে ৩২৫/৩ উইকেটের স্কোরে। 
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫.৫ ওভারে ২৯/১।  
১৯৮৬-তে ভারতের সন্ধ্যা আগরওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কেবল এক ইনিংসে মান্ধানার চেয়ে বেশি রান করেছেন।

Comments :0

Login to leave a comment