মণিপুরে অশান্তি আরও বাড়ছে। বাড়ছে ক্ষোভ। ক্ষোভ সামলাতে নাজেহাল রাজ্যের বিজেপি সরকার। শনিবার রাজ্যের ৭ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
শুক্রবারই তিন মহিলা এবং তিন শিশুর দেহ উদ্ধার হয়েছিল জিরিবাম জেলায়। রাজধানী ইম্ফলে এক মন্ত্রী এবং তিন বিধায়কের বাড়ির সামনে প্রবল বিক্ষোভ হয়।
জিরিবামে নিহতদের আগে অপহরণ করা হয়েছিল। মণিপুর-আসাম সীমান্তের কাছে জিরিমুখ নদীর কাছে ছয়জনের দেহ পাওয়া যায়। শুক্রবার রাতেই দেহ নিয়ে আসা হয় আসামের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এই তিন শিশু এবং তিন মহিলাকে জিরিবামের একটি ত্রাণ শিবির তেকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্য।
কুকি জনজাতি এবং সংখ্যাগুরু মেইতেই জনগোষ্ঠীর দ্বন্দ্বে এক বছরের বেশি সময় ধরে উত্তাল মণিপুর। রাজ্যের ৬ থানায় এখন নতুন করে জারি করতে হয়েছে বিতর্কিত ‘আফস্পা’। ভোটে জেতার কৌশলে সংখ্যাগুরু মেইতেইদের মদত দেওয়া অভিযোগ তীব্র বিজেপি’র বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিং-কে সরানোর দাবিও জোরালো। বিজেপি যদিও কোনও দাবিই মানতে রাজি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বা কেন এক বছরের বেশি সময়েও মণিপুর যাননি, সেই প্রশ্নেও সরব বিরোধীরা।
শনিবার ইন্টারনেট স্থগিত করা হয়েছে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিঙ, কাঙ্গপোকপি, চন্দ্রচূড়পুর জেলায়।
শনিবারই বিক্ষুব্ধ জনতা মন্ত্রী সাপম নিশিকান্ত সিংয়ের বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীদের বাঙ্কার ভেঙে দেয়। বিধায়ক আরকে ইমোর সরকারি বাসভবনে ভাঙচুর করে।
গত বছরের মে থেকে রাজ্যের ২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েকহাজার মানুষ ঘরছাড়া।
Manipur Unrest
মন্ত্রী-বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ মণিপুরের ৭ জেলায়
×
Comments :0