Sealdah division

শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

জেলা কলকাতা

প্রতীকী ছবি।

শিয়ালদহ নর্থ ডিভিশনের বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল। শনিবার ও রবিবার একাধিক ট্রেন বাতিল করে হয়েছে। গোবরডাঙ্গা স্টেশনে আপ ও ডাউন লাইনে কাজের জন্য বাতিল থাকছে একাদিক ট্রেন। সপ্তাহ শেষে সমস্যার মুখে পড়তে চলেছে যাত্রীরা। এছাড়াও কাজ চলবে শিয়ালদহ মেন ডিভিশনের নৈহাটি ও হালিশহর এবং কৃষ্ণনগর সিটি ও লালগোলার মধ্যে ডাউন লাইনে কাজ হবে। 
বনগাঁ শাখায় গোবরডাঙা স্টেশনে আপ লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৪৫ মিনিট এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত কাজ চলবে। রেলের তরফে জানানো হয়েছে মূলত বনগাঁ শাখায় ট্রেনের গতি বৃদ্ধি করার জন্যই এই কাজ করা হচ্ছে। বাতিল ও সময় পরিবর্তন করা হয়েছে নৈহাটী, কল্যানী সীমান্ত, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলার গামী একাধিক ট্রেনের। বেশ কয়েকদিন যাবৎ যাত্রীদের একাধিক ক্ষোভ ছিল ট্রেন সময় মতো না চলার। তাঁরা রেল অবরোধও করেছিলেন। যাত্রীদের সুবিধার জন্যই এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছে রেল। রেল সূত্রের খবর যাতে যাত্রীদের সমস্যা না হয় তাই রাতের দিকে এই কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment