ganaphota

মেলবন্ধনের বার্তা, গণফোঁটা রাজ্যজুড়ে

রাজ্য জেলা

বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষীসাগর গ্রামে গণফোঁটা

ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেতমজুর সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষীসাগর গ্রামে গণফোঁটার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবকান্তি মহান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক আন্দোলনের নেতা অজিত পতি, ক্ষেতমজুর আন্দোলনের নেতা অমিয় পাত্র, মহিলা আন্দোলনের নেত্রী পুতুল মুর্মু সহ কর্মী সমর্থকরা। বিপুল অংশের সাধারণ মানুষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পথ চলতি মানুষ, দোকানদার ক্রেতাদের ফোঁটা দেওয়া হয়। অমিয় পাত্র বলেন, " রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। তাই এক সামাজিক বার্তা দিতে এই কর্মসূচি আমরা করছি"।   
তিলোত্তমা স্মরণে ও নারী সুরক্ষার দাবিতে ভাইফোঁটার দিনে বোনফোঁটা হলো উলুবেড়িয়ায়। রবিবার সন্ধ্যায় উলুবেড়িয়া নাগরিক সমাজ ও উলুবেড়িয়া তিলোত্তমার উদ্যোগে উলুবেড়িয়া স্টেশন চত্বরে বোনেদের ফোঁটা দেয় ভাইয়েরা। এই বোনফোঁটা ভালো সাড়া লক্ষ্য করা গেছে।


জলপাইগুড়ি  স্টুডেন্ট হেলথ হোম আঞ্চলিক কমিটির উদ্যোগে অভয়া ফোটার আয়োজন করা হয় রবিবার এখানে বোনেরা ভাইদের ফোটা দেওয়ার পরিবর্তে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ভাইয়েরা বোনেদের কপালে ফোটা দিলেন।  শহর ও শহরতলীর বিভিন্ন ভাই-বোনেরা এদিন  অভয়া ফোটার এই মিলন উৎসবে শামিল হন জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রে।

 

 গড়িয়া মোরে শনিবার বোনফোঁটা দেন সিপিআই(এম) নেতা সৃজন ভট্টাচার্য। রাজ্য জুড়ে যে ভাবে মা বোনেদের সন্মানহানি হচ্ছে তা রক্ষা আমাদেরই করতে হবে। প্রচলিত ধারনা ভেঙে ভাই-বোনেদের ফোঁটা হল হাসপাতালে। আবার মানবিক বন্ধনে মিললেন আজমীরা, শিল্পা। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভ. মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে রবিবার সকালে এসে ফোঁটা দিলেন রক্তকরবী-র বোনেরা।                  

 

 

Comments :0

Login to leave a comment