ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দেশের আরএসএস ও বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করার কাজে নেতৃত্ব দিয়ে ইন্ডিয়া জোট গড়ে তুলেছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি। লক্ষ্য স্থির রেখে মতাদর্শগত প্রযোগের ক্ষেত্রে সুনিশ্চিত মতামত দিয়েছিলেন তিনি। আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে স্থির রেখে লড়াই চালিয়ে যেতে হবে এই অভিমুখে।
বুধবার সিপিআই(এম) হাওড়া জেলা কমিটির উদ্যোগে পাটি জেলা কমিটির দপ্তরে প্রয়াত দুই নেতা কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে সভায় একথা বলেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বক্তব্য রাখেন সিপিআই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যও। সভায় শোক প্রস্তাব পাঠ করেন পাটির জেলা সম্পাদক দিলীপ ঘোষ। সভাপতিত্ব করেন পাটির রাজ্য কমিটির সদস্য পরেশ পাল।
সেলিম বলেন, আরএসএস-বিজেপি’র বিপদ থেকে দেশকে রক্ষা করতে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে নিয়ে ‘ইন্ডিয়া’মঞ্চ গড়ে তুলে দেশকে রক্ষা করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি। আর আমাদের রাজ্যে নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের সুয়োগ তৈরি করার কাজে নেতৃত্ব দিয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে সেলিম বলেন, তিনি যা বিশ্বাস করতেন তা অকপটে বলতে কুণ্ঠাবোধ করতেন না। তিনি ব্যক্তি স্বার্থে কাজের বদলে সমষ্টিগত কাজে উৎসাহিত করতেন। সেলিম বলেন, আমাদের রাজ্যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে দুর্নীতি বিষয়ক কোন অভিযোগ তোলা কারও পক্ষে সম্ভব হয়নি।
সেলিম বলেন, তাঁদের জীবন শৈলী, জীবন চর্চা, জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্যে এই সমস্ত কিছু গ্রহণ করেই দুই প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে হবে।
শ্রীদীপ ভট্টাচার্য বলেন, মার্কসবাদ-লেনিনবাদের মর্মবস্তুকে নিজেদের জীবনে প্রয়োগ করেছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত দুই কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বের জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের চলার পথকে আলোকিত করে আরও বেশি মানুষকে আকৃষ্ট করে নিয়ে আসতে হবে। সম্মিলিত কাজের মধ্য দিয়ে এগতে হবে আমাদের।
MD SALIM HOWRAH
লক্ষ্য স্থির রেখে চালাতে হবে লড়াই, হাওড়ায় স্মরণসভায় সেলিম
×
Comments :0