Jharkhand election

ঘৃণার প্রচারে নেতৃত্ব দিচ্ছেন মোদীই: ঝাড়খণ্ডে বৃন্দা কারাত

জাতীয়

ঝাড়খণ্ডেও ঘৃণার প্রচারে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। মুখে একতার কথা বলছেন। কিন্তু সমানে এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে শামিল করতে চেষ্টা করছেন।
রবিবার ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে একথা বলএছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
এদিনই ঝাড়খণ্ডে বিজেপি’র নির্বাচনী প্রচারে অংশ নেন প্রধানমন্ত্রী। আদিবাসী, অন্য অনগ্রসর অংশ এবং মুসলিমদের মধ্যে বিদ্বেষ তৈরির চেষ্টাই চালিয়েছেন।  
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের গুমলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন,"কংগ্রেস ক্ষমতায় আসার জন্য  ঝাড়খণ্ডে পিছিয়ে পরা সম্প্রদায়ের ঐক্য ভাঙার চেষ্টা করছে"। তিনি রাজ্যের তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর অংশ এবং আদিবাসী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, "এক রাহোগে তো নিরাপদ রহোগে"। আবার ‘বেটি, মাটি, রোটি’ কেড়ে নেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের কথা বলে আক্রমণের লক্ষ্য বানাচ্ছেন মুসলিমদের।
সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত বলেন, "বিজেপি পুরোপুরিভাবে মিথ্যা ও ঘৃণার রাজনীতি করেছে। একদিকে মিথ্যা অন্যদিকে ঘৃণা। যার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'অনুপ্রবেশকারীরা আদিবাসীদের জমি দখল করছে'। কিন্তু অনুপ্রবেশ কারীরা নয় আপনার বন্ধু লুঠেরা আদানি আম্বানি যাঁরা বড় বড় খনি সংস্থা চালায় তাঁরা আদিবাসীদের থেকে জোড় করে জমি দখল করছে"। 
বৃন্দা কারাত ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) বিরুদ্ধেও মুখ খোলেন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রচার হচ্ছে দল বদলুদের প্রার্থী করে কী বার্তা দিতে চাইছে জেএমএম? এটা সিদ্ধান্তহীনতার লক্ষণ। শেষ মুহূর্তে যারা বিজেপিতে টিকিট পাচ্ছে না তাঁরা যদি আপনাদের কাছে আসে তাঁকে প্রার্থী করে দেবেন? তিনি বলেন, সিপিআই(এম) কর্মীরা জনতার দাবিতে লড়াই করে ময়দানে দাঁড়িয়ে আছেন। আমাদের মধ্যে দলবদলু দেখা যাবে না। আমাদের কর্মীরা দরিদ্র কিন্তু আদর্শহীন নয়। সেই শক্তি নিয়েই আমরা দাঁড়িয়ে আছি।

Comments :0

Login to leave a comment