সবুজ মেরুনে বিশ্বকাপারের আগমন। বলা চলে হ্যাট্রিক বয় আসছেন মোহনবাগানে (Mohun Bagan)। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ান এ-লিগের (A-League, Australia) ফাইনালে দুর্দান্ত ফুটবল উপহার দেন অস্ট্রেলিয়ান সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস (Jason Cummings)। শোনা যাচ্ছে, সবুজ মেরুনের সঙ্গে তাঁর কথাবার্তা প্রায় চূড়ান্ত।
দলবদলের বাজারে সব দলই ঝড় তুলতে চাইছে। পিছিয়ে নেই মোহনবাগান সুপার জায়ান্টসও (MBSG)। ময়দানে জোর চর্চা, মরশুমের অন্যতম বড় সাইনিং শুধুই সময়ের অপেক্ষা। সূত্র মারফৎ জানা যাচ্ছে , সবুজ মেরুনে আসা প্রায় নিশ্চিত জেসন কামিংসের।
কামিংস তাঁর ফুটবল জীবন শুরু করেন স্কটল্যান্ডের (Scotland) ক্লাব হিবারনিয়ান এফসির (Hibernian FC) হয়ে। সেই দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। শুধু তাই নয়, নটিংহ্যাম ফরেস্টের (Nottingham Forest FC) জার্সিতেও মাঠে নামতে দেখা যায় তাঁকে। সেইসঙ্গে, রেঞ্জার্সের (Rangers FC) হয়েও খেলেছেন কামিংস। স্কটিশ প্রিমিয়ারশিপ লিগের (Scottish Premiership League) অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। টাইনক্যাসেল হাইস্কুলে (Tynecastle High School) পড়াকালীনই যোগ দেন ইউথ অ্যাকাডেমিতে। তিনি ২০১৪ সালে, এসপিএফএল (SPFL) সেরা যুব ফুটবলারের পুরস্কারও পান। সেই কামিংসের গোলেই রেঞ্জার্সকে হারায় হিবস।
অন্যদিকে, ২০১৯ সালে লিগ ওয়ানের (League-1) ক্লাব শ্রেসবারি টাউন এফসিতে (Shrewsbury Town) যোগ দেন তিনি। যদিও ২০২১ সালে, জেসন কামিংস আবার স্কটল্যান্ডেই ফিরে আসেন এবং সই করেন ডুনডি ইউনাইটেড এফসিতে (Dundee United FC)। এরপর ২০২২ সালে, সোজা অস্ট্রেলিয়া যাত্রা এবং সই করেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এফসিতে (Central Cost Mariners FC)। অস্ট্রেলিয়ান এ-লিগের এই দলটির হয়ে, তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া। কামিংসের অভিষেক ম্যাচটি ছিল সিডনি এফসির (Sydney FC) বিরুদ্ধে। শুধুমাত্র ক্লাব ফুটবল নয়, স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। স্কটল্যান্ডের নাগরিক হলেও, পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্বও নেন কামিংস। ফলে, অস্ট্রেলিয়া জাতীয় দলের (National team, Australia) জার্সিতেও মাঠে নামেন তিনি। এমনকি ২০২২ ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup), ফ্রান্সের (France) বিরুদ্ধে ভালো ফর্মেই দেখা যায় কামিংসকে। এহেন একজন বিশ্বকাপারকে দলে নিতে চূড়ান্তভাবে আগ্রহী সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।
আর সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ান এ-লিগের ফাইনালে মেলবোর্ন সিটি এফসিকে (Melbourne City FC) ৬-১ গোলে হারায় সেন্ট্রাল কোস্ট মেরিনার্সরা। আর এর পিছনে বড় অবদান সেই জেসন কামিংসের। ম্যাচের ২০ মিনিট, ৬৫ মিনিট এবং ৭৩ মিনিটে গোল করেন তিনি। এই হ্যাট্রিকের সুবাদেই, টুর্নামেন্টে সহজে জয় পায় সেন্ট্রাল কোস্ট মেরিনার্স।
কামিংস মূলত খেলেন অ্যাটাকিং-সেন্টার ফরোয়ার্ড পজিশনে। এই ২৭ বছর বয়সী ফুটবলারের বাঁ-পা বেশ শক্তিশালী। সুতরাং এইরকম একজন বিশ্বকাপারকে দলে নিতে পারলে মোহনবাগানের যে শক্তি বৃদ্ধি হবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
Comments :0