Mohun Bagan

পাহাড় জয় করে লীগ শীর্ষেই থাকলো মোহনবাগান

খেলা

রবিবারের গুরুত্বপুর্ণ ম্যাচে গুয়াহাটিতে নর্থইস্টকে হারালো মোহনবাগান। এই ম্যাচ জিতে বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের মগডালে বাসা বাঁধলো সবুজ মেরুন। পুরো প্রথমার্ধ জুড়েই নর্থইস্ট র জমাট রক্ষণ ভাঙতে পারছিল না মোহনবাগান। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে মানভীর নিজের একক দক্ষতায় বিশ্বমানের গোলে জাল কাঁপালেন নর্থইস্ট র। নর্থইস্ট র জমাট রক্ষণকে ভাঙতে এইরকমই একটি বিশ্বমানের গোলের। নর্থইস্টের বিরুদ্ধে এই নিয়ে তার চতুর্থ গোল হয়ে গেলো । ৭১ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান লিস্টন। এই নিয়ে নর্থইস্ট র বিরুদ্ধে তারও নবম গোল হয়ে গেল। বাঁ দিক থেকে অনেকক্ষণ ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন লিস্টন। একক দক্ষতাতেই বাঁ দিক থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্সে ঢুকে তার ডান পায়ের ইনসুইংটি যেন পরমাণুর মতই আছড়ে পড়ল নর্থইস্টের গোলে। ২ - ০ গোলে পিছিয়ে পড়ার পর ঘরের মাঠে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল নর্থইস্ট। সেই সুযোগে আরো বেশি ফাঁকা জায়গা পাচ্ছিলেন মানভীর ও লিস্টন। এই ম্যাচে অনবদ্য পারফরমেন্স করলেন আশিক কুরুনিয়ান। অনেকদিন পর লেফট ফুলব্যাক জায়গায় খেললেও ম্যাচে তাকে দেখে তা বোঝা ছিল মুশকিল । জিথিনের দৌড় আটকাতেই তাকে নামিয়েছিলেন মলিনা। সেই পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ। ডান দিকে আশিষ রাইও নিজের সেরা পারফরমেন্সটা করলেন । আলাদিনকে ভয়ংকর হতে দেননি একটিবারের জন্যেও। তাই ম্যাচ সেরার পুরস্কারও পেলেন তিনিই। রবিবার বিশালও নিজেরই দক্ষতাকে ছাপিয়ে গিয়ে অন্যতম সেরা পারফরমেন্স করলেন। বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান বিশাল। এই বড় জয় আগামী শনিবারের কেরালা ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে গোটা দলটাকেই। শনিবার ঘরের মাঠ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোলিনার মোহনবাগান।

Comments :0

Login to leave a comment