সপ্তাহে ১২০ ঘন্টা। এবার কাজের সময়ের নতুন লক্ষ্য ঠিক করলেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিওনেয়ার এলন মাস্ক।
টুইটে মাস্কের দাবি তাঁর নেতৃত্বাধীন হোয়াইট হাউসের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি সপ্তাহে ১২০ ঘনটা কাজ করছে। সপ্তাহান্তেও চলছে কাজ। যাকে সুপারপাওয়ার বলছেন বিশ্বের মহা বিত্তশালীদের অন্যতম মাস্ক।
সপ্তাহে কাজের ঘন্টা বাড়ানোর জন্য কর্পোরেট মাথারা সওয়ালে ব্যস্ত। অতি দক্ষিণপন্থার উত্থান এবং শ্রম আইন প্রায় তুলে দেওয়ার সমসয়ে চলছে এই ওকালতি। ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সপ্তাহে ৭০ ঘন্টা কাজের ৭০ ঘন্টা কাজের সওয়াল করেছিলেন। এল অ্যান্ড টি’র চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম ৯০ ঘন্টার সওয়াল করেন। এবারে ডোনাল্ট ট্রাম্পের একনিষ্ঠ সহযোগীর গলায় ১২০ ঘন্টা কাজের সুর।
মার্কিন প্রশাসনের কর্মীদের ব্যঙ্গ করার চেষ্টায় মাস্ক বলেছেন, ওরা সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে। আমরা ১২০ ঘন্টা। ওরা দু’দিন ছুটি কাটায়। আমরা সপ্তাহের শেষেও কাজ করি।
টেসলা এবং স্পেসএক্স প্রতিষ্ঠাতা ব্যবসায়ীর নিজের প্রতিষ্ঠানে কাজের সুরক্ষা না থাকার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। ট্রাম্প প্রশাসনে মাস্কের দায়িত্ব প্রশাসনের কাজের দক্ষতা বাড়িয়ে ২ লক্ষ কোটি ডলার সাশ্রয়ের। তার পন্থা কী, ইঙ্গিত মিলেছে মাস্কের মন্তব্যে।
ELON MUSK
সপ্তাহে ১২০ ঘন্টা কাজ, এবার নামলেন এলন মাস্ক
×
Comments :0