NATUNPATA | GK — APRIL FOOL | TAPAN KUMAR BIRAGAYA — 5 APRIL 2024

নতুনপাতা | জানা অজানা - এপ্রিল ফুল | তপন কুমার বৈরাগ্য - ৫ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  APRIL FOOL  TAPAN KUMAR BIRAGAYA  5 APRIL 2024

নতুনপাতা  

জানা অজানা

এপ্রিল ফুল
তপন কুমার বৈরাগ্য

এপ্রিল ফুল পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা
হয়।এটা সকলকে বোকা বানানোর দিন।
বিদ্যালয়,অফিসে,খেলারমাঠে,বাড়িতে,ট্রেনে,বাসে
চলে বোকা বানানোর প্রতিযোগিতা।সারাদিনই চলে
এই প্রতিযোগিতা। ছাত্ররা বিদ্যালয়ে শিক্ষকদের
বোকা বানানোর খেলায় নেমে পড়ে।শিক্ষক-শিক্ষিকারা
এদিন খুবই সতর্ক থাকেন। যদি কোনো কারণে বোকা
বনে যান তবে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করান।
এ যেন একটা প্রীতির উৎসব। অন্যান্যদের সাথে বাঙালীদেরও
এ এক কৌতুকের উৎসব।
এপ্রিলফুল নিয়ে নানা দেশে নানা কাহিনি প্রচলিত আছে।
তবে অধিকাংশ ঐতিহাসিকরা যুক্তিযুক্ত মনে করেন
ফ্রান্সের কাহিনিটা।
ফ্রান্সে পয়লা এপ্রিলকে দীর্ঘদিন ধরে নববর্ষের প্রথমদিন
হিসাবে পালন করা হচ্ছিল। ১৫৬৪সাল থেকে জানুয়ারীকে
বছরের প্রথমদিন হিসাবে পালন শুরু হয়। কিছুলোক এর
বিরোধিতা করেন।তবে তাঁদের সংখ্যা তুলনামূলকভাবে
অনেক কম। যারা পয়লা এপ্রিল বছরের প্রথমদিন
হিসাবে পালন করছিলেন, একদিন তাঁরা বোকা বনে গেল।
কয়েক বছর পর সারাদেশে শেষ পর্যন্ত পয়লা জানুয়ারী বছরের প্রথমদিন হলো। এদের নিয়ে মানুষ কৌতুক করতে থাকল।
তাই পয়লা এপ্রিল হয়ে গেল এপ্রিল ফুল।
এইদিন ছোটছোট ছেলেমেয়েরা ছোটছোট ছেলেমেয়েদের
পিঠে সাদা কাগজে ছোটছোট মাছের ছবি এঁকে তাদের
অজান্তে তাঁদের পিঠে এঁটে দেয়।কারণ এই সময়
মাছের ডিম ফুটে বাচ্চা বের হয়।এই ছোট মাছদের  বোকা বানিয়ে
ধরা খুব সহজ। সেই ছোট ছোট মাছেদের বোকা বানানোর
কথা মনে করে ছোট ছোট ছেলেমেয়েদের বোকা বানানো
হয়। তবে এপ্রিলফুল করতে গিয়ে এমন কিছু করা উচিত নয় যাতে মানুষের আত্মসম্মানে আঘাত করে। 


 

Comments :0

Login to leave a comment