NATUNPATA | POETRY — RUPKATHA | SUDIPTA BISWAS — 8 APRIL 2024

নতুনপাতা | কবিতা — রূপকথা | সুদীপ্ত বিশ্বাস — ৮ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  POETRY  RUPKATHA  SUDIPTA BISWAS  8 APRIL 2024

নতুনপাতা  

কবিতা

রূপকথা
সুদীপ্ত বিশ্বাস

এক যে ছিল গাছ
মাঝরাতে সে বলত কথা 
দেখাত এক নাচ।

ক্লান্ত দিনের শেষে 
সবাই যখন ঘুমের দেশে
উঠত জেগে হেসে।

নতুন সাজে সেজে 
প্রতি রাতে জোৎস্না মেখে
মিষ্টি সুরে বেজে।

পরির ছায়া মেখে
পাতায় পাতায় খসখসিয়ে
রাখত ছবি এঁকে।

সবাই যখন ঘুমে
চাঁদের বুড়ি আকাশ থেকে 
আসত নেমে ভূমে।

জোনাকিদের আলো
ফিসফিসিয়ে বলত কথা 
ভাব জমত ভাল ।

এখন সে সব নেই 
আমরা থাকি হিসাব কষা
কঠোর বাস্তবেই।

Comments :0

Login to leave a comment