NATUNPATA / QUZEE — AML KAR — 11 JANUARY 2024 ANS.

নতুনপাতা / বলতে পারো — অমল কর — সমাধান ১১ জানুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA   QUZEE  AML KAR  11 JANUARY 2024 ANS

নতুনপাতা  

বলতে পারো  —  অমল কর  

সমাধান ১১ জানুয়ারি ২০২৪

জিজ্ঞাসা

১)এক ওভারে সর্বাধিক উইকেট পাবার রেকর্ড কোন্ ভারতীয় ক্রিকেটারের?
২)ব্যাডমিন্টনে  ভারতীয় জুটি সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটির ২০২৩ সালের সাফল্যের পরিসংখ্যান দাও ।
৩)ভারতে এখন হাইকোর্টের সংখ্যা কত?
৪) কলকাতায় কতগুলো মহকুমা আছে?
৫)বিশ্বে গড়ে সারাবছরে কতগুলো
ভূমিকম্প হয়? তন্মধ্যে ধ্বংসাত্মক কতগুলো ?
৬) পেঙ্গুইনদের মধ্যে সবচেয়ে বড়ো পেঙ্গুইনের কি নাম? কোথায় তাদের বসবাস?

সমাধান

১) এশিয়া কাপে? শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মহম্মদ সিরাজ এক ওভারে চারজনকে আউট করেন ।এটি ভারতীয়  দলের রেকর্ড।
২) ২০২৩ সালে ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি এশিয়ান গোল্ড, ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কোরিয়া ওপেন, সুইস ওপেন  ও ইন্দোনেশিয়া ওপেন জেতেন।
৩)ভারতে মোট ২৫ টি হাইকোর্ট আছে।
৪) কলকাতায় কোনো মহকুমা নেই ।
৫)সারাবছরে বিশ্বে গড়ে প্রায় ২০ হাজার ভূমিকম্প হয়। তার মধ্যে প্রায় ১০০০টি ধ্বংসাত্মক ‌‌?
৬)এম্পারার পেঙ্গুইন বিশ্বে সবচেয়ে বড়ো পেঙ্গুইন।এরা প্রবল শৈত্যে দক্ষিণ মহাসাগরের আন্টারটিকায় বরফের স্তরের উপর বসবাস করে ।

Comments :0

Login to leave a comment