NATUNPATA / QUZEE — MANISH DEB — 28 DECMBER 2023 ANS.

নতুনপাতা / বলতে পারো — অমল কর / ২৮ ডিসেম্বর ২০২৩ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE  MANISH DEB  28 DECMBER 2023 ANS

নতুনপাতা 

বলতে পারো — অমল কর 

২৮ ডিসেম্বর ২০২৩ সমাধান


জিজ্ঞাসা

১) আন্তর্জাতিক ক্রিকেটে মোট কতগুলো ডবল সেঞ্চুরি ? সর্বোচ্চ কত?সর্ব নিম্ন কত রান?
২)টেস্ট,ওডিআই  এবং টি-২০ ক্রিকেটে কোন্ কোন্ ভারতীয় সবচেয়ে বেশি রান  খরচ করেন?
৩)রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন্ কোন্ দেশ?
৪)কে কম্পিউটার আবিষ্কর্তা?
৫) কোন্ দেশে কোনো সাপ নেই ?
৬)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কতগুলো উপন্যাস, কতগুলো ছোটোগল্প এবং কতগুলো নাটক লেখেন?

সমাধান

১) আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১১টি ডবল সেঞ্চুরি । সর্বোচ্চ ২৬৪। সর্ব নিম্ন ২০০ অপরাজিত ।
২) ভারতের রাজেশ চৌহান টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭৬ রানে ১ উইকেট ,ভুবনেশ্বর কুমার ওডিআই ক্রিকেটে১০৬/১
উইকেট এবং টি-২০ ক্রিকেটে প্রসিদ্ধ কৃষ্ণ ৬৮রানে ১উইকেট_ সবচেয়ে বেশি রান খরচ করেন।
৩)রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের
সদস্যদেশ হল আমেরিকা রাশিয়া
চিন ফ্রান্স ও ব্রিটেন।  
৪)চার্লস ব্যারেজ কম্পিউটার আবিষ্কার
করেন।
৫)আয়ারল্যান্ডে কোনো সাপ নেই। 
৬) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৬৫টি উপন্যাস,৫৩টি ছোটোগল্প ও ১২ টি নাটক লেখেন।

Comments :0

Login to leave a comment