শেষমেশ আইএসএল-এর লাস্ট বয়ের কাছে হার এটিকে-মোহনবাগানের। শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারল ফেরেন্দো ব্রিগেড। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন জর্ডন, ৬৯ মিনিটে। ফলে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে কিছুটা চাপে সবুজ মেরুন শিবির। আপাতত ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে এটিকে-মোহনবাগান। ম্যাচের সেরা নির্বাচিত হন উইলমার গিল।
ISL MOHUNBAGAN VS NORTHEAST
আইএসএলের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার সবুজ মেরুনের

×
Comments :0