Nuclear Scientist Bikas Sinha demise

অধ্যাপক বিকাশ সিংহের মৃত্যুতে শোক জ্ঞাপন বিজ্ঞান মঞ্চের

কলকাতা

শুক্রবার সকালে প্রয়াত হন বিশিষ্ট নিউক্লিয় পদার্থবিদ অধ্যাপক বিকাশ সিংহ আজ। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শারীরিক অসুস্থতার কারনে তার প্রয়ান হয়। তিনি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ও ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন কেন্দ্রের প্রাক্তন অধিকর্তাও ছিলেন। জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট, দুর্গাপুরের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যানও ছিলেন দীর্ঘদিন। তিনি দীর্ঘদিন ভারতের প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডেরও সদস্য ছিলেন।


২০০১ সালে পদ্মশ্রী পুরষ্কা পান এবং ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। অধ্যাপক সিংহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সম্মানিত সদস্য ছিলেন দীর্ঘদিন। বিজ্ঞান জনপ্রিয়করণে, বিজ্ঞান মনস্কতা প্রসারে তিনি বরাবর নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। তাঁর মৃত্যু বিজ্ঞান ও যুক্তিবাদী মনন তৈরীর ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। অধ্যাপক বিকাশ সিংহের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গভীর শোক জ্ঞাপন করছে।

Comments :0

Login to leave a comment