জিনাত এখন পুরুলিয়ার বান্দোয়ানে। শনিবার রাতে ঝাড়গ্রামের বেলপাহাড়ীর জঙ্গল পেরিয়ে পুরুলিয়ার বান্দোয়ানে প্রবেশ করলো বাঘিনী জিনাত। রবিবার সকাল খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বনদপ্তরের ১৫টি দল তৈরি রয়েছে হঠাৎ চলে আসা সেই বাঘিনীকে নিজেদের আয়ত্তে আনতে। চালানো হচ্ছে ড্রোন ক্যামেরাও। বর্তমানে সেই বাঘিনী রয়েছে পুরুলিয়ার কংসাবতীর দক্ষিণ বন বিভাগের রাইকার জঙ্গলে। ওই বাঘিনীর শরীরের থাকা রেডিও কলার ট্র্যাক করেই জানা গেছে ওই জঙ্গলেই রয়েছে বাঘিনী। সেই বাঘিনী দেখতে স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছেন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ানের যমুনা বনাঞ্চলের জঙ্গলে ওই বাঘিনী ঢুকে পড়ে। রবিবার রাইকা পাহাড় সংলগ্ন কেশরা গ্রামের অদরে জঙ্গলের কাছে জিনাতের অবস্থান পাওয়া গেছে বলে জানা গেছে বনদপ্তর সূত্রে। উড়িশা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরাও এদিন বান্দোয়ান এসে পৌঁছেছেন। জিনাতকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। খাবার হিসেবে রাখা হয়েছে মহিষ শাবক, ছাগল, শুকর ছানা। স্যাটেলাইটের মাধ্যমেও বনকর্মীরা জিনাতের গতিবিধির উপর নজর রাখছেন। বনদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গলের দিকে কাউকে যেতে বারণ করা হয়েছে। পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ জানিয়েছেন, জিনাতকে যাতে কেউ বিরক্ত না করে, জিনাত যাতে অক্ষত থাকে সে ব্যাপারে তারা যেমন সচেষ্ট পাশাপাশি এলাকার মানুষজন ও যাতে অক্ষত থাকে সেদিকেও তারা নজর রাখছেন। জিনাতের অবস্থান পাওয়ার জন্য বন কর্মীরা যেমন সচেষ্ট তেমনি প্রযুক্তিগত সাহায্য নেওয়া হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় আড়াই হাজার হেক্টরের জঙ্গল রয়েছে।
উড়িশা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরাও বান্দোয়ান।
Comments :0