On This Day 2000

আজকের দিনে আইলিগে চার্চিলকে হারিয়েছিল ইস্টবেঙ্গল

খেলা

On-this-day-2000-Eastbengal-vs-Churchill-Brothers-i-league

 

আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।২০০০ সালের আজকের দিনে যুবভারতীতে আইলিগের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। তারা হারিয়েছিল চার্চিল ব্রাদার্সকে।  গোল করেছিলেন দীপঙ্কর ও ওসিয়াস। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন দীপঙ্কর। হয়ে উঠেছিলেন লাল হলুদের নয়নের মণি। এই ম্যাচে জয়ের ফলে সুবিধা হয়ে গেছিল মোহনবাগানের। সেই বছরই জাতীয় লিগে জয় পেয়েছিল মোহনবাগান।




চার্চিল ব্রাদার্স বর্তমানে আইলিগ খেলছে। এই মুহূর্তে আইলিগের শীর্ষে রয়েছে তারা। ১৫ ম্যাচে ২৮ পয়েন্টে রয়েছে গোয়ার দলটি। তাদের লক্ষ্য আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসা। পরের মরশুমে তাহলে গোয়া থেকে খেলবে মোট দুটি দল। ফের দেখা মিলবে বাংলা গোয়া ডার্বি ম্যাচেরও।

Comments :0

Login to leave a comment